শেরপুরের ঝিনাইগাতিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, মার্চ ২১, ২০২২

শেরপুরের ঝিনাইগাতিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ

শেরপুরের ঝিনাইগাতিতে মাদক ব্যবসায়ী গ্রেফতার | সময় সংবাদ


শেরপুর প্রতিনিধি:

শেরপুর জেলার ঝিনাইগাতী উপজেলায় র‌্যাব-১৪, মাদক বিরোধী অভিযান চালিয়ে ৫০ বোতল বিদেশী মদ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।


ধৃত মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়া (৩৮) শেরপুর জেলার নালিতাবাড়ী উপজেলার শিমুলতলী গ্রামের মৃত. নুর বক্স এর ছেলে।


র‌্যাব সূত্রে জানা গেছে, এক গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান ও সহকারী পুলিশ সুপার এম.এম. সবুজ রানার নেতৃত্বে র‌্যাব সদস্যরা শনিবারে সন্ধ্যা সোয়া ৬ টার দিকে ঝিনাইগাতী উপজেলার শালচূড়া গ্রামস্থ নলকুড়া ইউনিয়ন পরিষদের সম্মুখ পাঁকা সড়কের উপর অভিযান চালায়। এসময় মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়াকে আটক করা হয়। পরে তার কাছে রক্ষিত একটি ব্যাগ থেকে ৫০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত বিদেশী মদের আনুমানিক মূল্য ২৬ হাজার টাকা।


বিদেশী মদসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতারের বিষয়টি র‌্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী মো. ফিরোজ মিয়াকে ঝিনাইগাতী থানায় সোপর্দ করে তার বিরুদ্ধে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতায় আইনের ২৫ (খ) ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে।


Post Top Ad

Responsive Ads Here