লক্ষ্মীপুরে নৌকা বিরোধী নোমান পুনরায় যুবলীগের পদ প্রত্যাশী | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

লক্ষ্মীপুরে নৌকা বিরোধী নোমান পুনরায় যুবলীগের পদ প্রত্যাশী | সময় সংবাদ

লক্ষ্মীপুরে নৌকা বিরোধী নোমান পুনরায় যুবলীগের পদ প্রত্যাশী | সময় সংবাদ


সোহেল হোসেন,লক্ষ্মীপুর প্রতিনিধি:

লক্ষ্মীপুর জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্যা আল  নোমানের বিরুদ্ধে বিগত  ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে কাজ করার অভিযোগ উঠেছে। সদ্য সমাপ্ত ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি ৭নং বশিকপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় প্রার্থী আবুল কাশেম জিহাদির বিরুদ্ধে গিয়ে তার  ভাই সতন্ত্র প্রার্থী মাহফুজুর রহমানের পক্ষে সরাসরি নির্বাচন করেন। সতন্ত্রপ্রার্থী মাহফুজুর রহমানের নির্বাচনে সরাসরি জনসম্মুখে না এলেও মুল মাষ্টার মাইন্ড ছিলেন নোমান।


নির্বাচনকে ঘিরে ব্যাপক চাঁদাবাজি, ও পর্দার আড়ালে নির্বাচন পরিচালনা করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।নির্বাচনে নৌকার প্রার্থী আবুল কাশেম জিহাদি পরাজিত হন, এবং নোমানের ভাই মাহফুজুর রহমান বিজয়ী হন।


এই বিষয়ে বাংলাদেশের আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কাছে লিখিত অভিযোগ করেন নৌকার প্রার্থী আবুল কাশেম জিহাদি।জিহাদীর পক্ষে জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান সমন্বয়ক শ্যামল কান্তি চক্রবর্তী সাক্ষরিত অভিযোগ পত্রে নোমান সহ মোট ১৬জন আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা- কর্মীর বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়।


এই বিষয়ে নৌকার প্রার্থী আবুল কাশেম জিহাদি বলেন, নির্বাচনে নোমান সহ কিছু নেতারা ছিলেন মীর জাফরের ভুমিকায়।উপরে নৌকার দুই একটি ফটো শেসনে অংশ নিলেও মূলত তারা আমার নির্বচনী কৌশল ও পরিকল্পনা হাইজ্যাক করে।এই বিষয়ে নোমানের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান আপনাদের  কাছে তথ্যপ্রমাণ থাকলে আপনারা লেখেন।


Post Top Ad

Responsive Ads Here