মুক্তির উৎসব মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' স্টল | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মার্চ ২২, ২০২২

মুক্তির উৎসব মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' স্টল | সময় সংবাদ

মুক্তির উৎসব মেলায় দর্শনার্থীদের নজর কেড়েছে 'হৃদয়ে আলফাডাঙ্গা' স্টল | সময় সংবাদ


আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের আলফাডাঙ্গায় সপ্তাহব্যাপী মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলার 'হৃদয়ে আলফাডাঙ্গা' স্বেচ্ছাসেবী সংগঠনের স্টলে ব্যতিক্রমী আয়োজন দর্শনার্থীদের নজর কেড়েছে। এরই মধ্যে জমজমাট হয়ে উঠেছে এ মেলা।


জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ১০২তম জন্মবার্ষিকী উপলক্ষে উপজেলা প্রশাসন পরিষদ চত্বরে এ মেলার আয়োজন করেছে। ১৭ মার্চ মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। চলবে আগামী ২৩ মার্চ পর্যন্ত।


মেলা প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, উপজেলার সকল সরকারি দপ্তরের পাশাপাশি বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান পৃথক পৃথক স্টল দিয়েছে। তবে এসবের মধ্যে 'হৃদয়ে আলফাডাঙ্গা' স্বেচ্ছাসেবী সংগঠনের স্টলটি দর্শনার্থীদের বেশী নজর কেড়েছে। মেলায় দর্শনার্থীরাও ভীড় জমিয়েছেন এই স্টলে। 


স্টলের দু'পাশে সংগঠনের অতীতের বিশেষ কিছু মানবিক ও সামাজিক কর্মকাণ্ডের চিত্র দিয়ে সজ্জিত করা হয়েছে। যারা নিজেদের রক্তের গ্রুপ জানে না তারা স্টলে আসলেই বিনামূল্যে তাদের রক্তের গ্রুপ পরীক্ষা করে দেওয়া হচ্ছে। স্টলে দুইজন চিকিৎসক ওজন পরিমাপ, প্রেসার নির্ণয়সহ বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করছেন। শুধু তাই নয়, স্বেচ্ছায় রক্তদানের লক্ষেও চালানো হচ্ছে বিভিন্ন ক্যাম্পেইং। এসবের মধ্যে স্বেচ্ছায় রক্তদান, রক্তদানে উদ্বুদ্ধকরণ লিফলেট বিতরণ ও স্বেচ্ছায় রক্তদাতাদের নাম লিপিবদ্ধকরণ।


এবিষয়ে হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের পরিচালনা সদস্যরা জানান, 'আমাদের স্টলে বিনামূল্যে বিভিন্ন চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। স্টলে যেকেউ আসলেই এসব সেবা গ্রহণ করতে পারবেন।'


উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও মেলার আহবায়ক ডাঃ আমির হামজা রানা বলেন, 'একটি স্বেচ্ছাসেবী সংগঠন হিসেবে হৃদয়ে আলফাডাঙ্গা'র কার্যক্রমগুলো সত্যিই প্রশংসাজনক।'


আলফাডাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল হক জানান, 'মুক্তির উৎসব ও সুবর্ণজয়ন্তী মেলায় উপজেলার সকল সরকারি দপ্তর ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের স্টল স্থান পেয়েছে। হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের স্টলটি পরিদর্শন করেছি। স্টলে তাদের কর্মকাণ্ডগুলো দেখে ভালো লেগেছে। গত ১৭ মার্চ থেকে শুরু হওয়া মেলা আগামী ২৩ মার্চ পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হবে।'



Post Top Ad

Responsive Ads Here