বড়াইগ্রামে নছিমনের চাপায় টেইলার্স কর্মীর মৃত্যু | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বৃহস্পতিবার, মার্চ ১৭, ২০২২

বড়াইগ্রামে নছিমনের চাপায় টেইলার্স কর্মীর মৃত্যু | সময় সংবাদ

বড়াইগ্রামে নছিমনের চাপায় টেইলার্স কর্মীর মৃত্যু | সময় সংবাদ


বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বড়াইগ্রামে নছিমনের চাপায় একজন টেইলার্স কর্মীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে উপজেলার মৌখাড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে। নিহত শহিদুল ইসলাম (৫২) উপজেলার রেজুর মোড় দাইড়পাড়া গ্রামের মৃত আরশেদ আলীর ছেলে। সে মৌখাড়া বাজারে একটি টেইলার্সে দর্জির কাজ করতেন।


স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের ন্যায় সকাল ১০টার দিকে সে সাইকেলযোগে বাড়ি থেকে কর্মস্থলে আসছিলেন। মৌখাড়া বাজার প্রধান সড়কে আসলে নসিমনটি পেছন থেকে তাকে সাইকেল সহ চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় স্থানীয় জনতা নছিমন ও চালক সাইদুর রহমানকে আটকে রেখে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে নসিমনটি জব্দ করে এবং চালককে থানায় নিয়ে যায়।


এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ আবু সিদ্দিক জানান, এ ব্যাপারে প্রয়োজনীয় সকল আইনগত ব্যবস্থা গ্রহণ করার প্রস্তুতি চলছে।


Post Top Ad

Responsive Ads Here