কলাপাড়ায় শাহজালাল ইসলামি ব্যাংকের পক্ষ থেকে অর্থ ও সেলাইমেশিন বিতরন | সময় সংবাদ |
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় শাহজালাল ইসলামি ব্যাংকের পক্ষ থেকে শতাধিক অসহায় ও দু:স্থ পরিবারের মাঝে নগদ অর্থ ও সেলাই মেশিন প্রদান করা হয়েছে। শনিবার দুপুরের দিকে ধুলাস্বার ইউনিয়নের আলহাজ্ব জালাল উদ্দীন কলেজ চত্বরে এ বিতরণ কর্মসূচী অনুষ্ঠিত হয়।
এসময় অনুষ্ঠানে প্রধানঅতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামি ব্যাংকের পরিচালক ইঞ্জিনিয়ার তৌহিদুর রহমান (সিআইপি), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১১৪ পটুয়াখালী-৪, (কলাপাড়া-মহিপুর-রাঙ্গাবালী) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আলহাজ্ব মহিব্বুর রহমান এমপি ও তার পরিবারবর্গ, উপজেলা আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী, শিক্ষার্থী এবং উপকারভোগীসহ সাধারণ মানুষজন। অনুষ্ঠানে ৪৮টি অসহায় পরিবারকে জন্য নগদ অর্থ এবং ১০০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।