![]() |
স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়ারাবাজারে সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা | সময় সংবাদ |
দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারে স্বাধীনতা দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান পুরুষ্কার বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে দেশের জন্য জীবন উৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তানদের শ্রদ্ধা জানানোসহ নানা আয়োজন করেছে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন।
শনিবার ২৬ মার্চ) স্বাধীনতা দিবস উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহের সভাপতিত্বে ও সমাজ সেবা অফিসার কামরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ ৫ ছাতক দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।
বিশেষ অতিথির বক্তব্যে রাখেন, উপজেলা চেয়ারম্যান দেওয়ান আল তানভীর আশরাফী চৌধুরী বাবু, উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান ছালেহা বেগম, কৃষি অফিসার মো. মহসিন হোসেন, মাধ্যমিক শিক্ষা অফিসার আজাদুর রহমান ভুইয়া, শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা, উপজেলা প্রকল্প কর্মকর্তা (পজীপ) মো. শাহীনুর রহমান, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা সেলিম হায়দার, দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর, মৎস্য কর্মকর্তা তুষার কান্তি বর্মন।