ব্যারিষ্টার মওদুদের মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে জতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের স্বরণ সভা | সময় সংবাদ |
আবু সাঈদ শাকিল,নোয়াখালী প্রতিনিধি:
ভাষা সৈনিক,প্রখ্যাত আইনজীবী,লেখক,বীর মুক্তিযোদ্ধা,বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য,সাবেক প্রধানমন্ত্রী ও উপরাষ্ট্রপতি , নোয়াখালীর উন্নয়নের রূপকার , নোয়াখালী ৫ আসনের সাবেক সংসদ সদস্য ও গণমানুষের নেতা , সর্বজনীন প্রদ্ধাভাজন মরহুম ব্যারিষ্টার মওদুদ আহমদের ১ ম মৃত্যু বার্ষিকী উপলক্ষ্যে নোয়াখালীরকোম্পানীগঞ্জে,উপজেলার মুছাপুরে,জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ মুছাপুর ইউনিয়ন শাখার আয়োজনে স্বরণ সভা ও দোয়া মাহ্ফিল অনুষ্ঠিত হয়।
শনিবার বাদ আছর মুছাপুর ইউনিয়নের মাওলানা বাজারে কোম্পানীগঞ্জ জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি আলা উদ্দিন জিকুর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান অতিথি ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক নুরুল আলম শিকদার।
বিশেষ অতিথি ছিলেন বসুরহাট পৌরসভা বিএনপির আহবায়ক আবদুল মতিন লিটন,,কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ন আহবায়ক জাহাঙ্গীর আলম।
উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকদলের সদস্য সচিব শাহাদাত হোসেন,জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আলা উদ্দীন শাহীন,মুছাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক সোহেল রানা,মুছাপুর ইউনিয়ন জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের আন্তর্জাতিক বিষয় সম্পাদক কামাল উদ্দিন প্রমূখ।
স্বরণ সভা ও দোয়া মাহফিলের সার্বিক খোঁজ খবর রাখেন মুচাপুর ইউনিয়ন শাখা জাতীয়তাবাদী প্রবাসী কল্যাণ পরিষদের সভাপতি আমেরিকা প্রবাসী মোঃ আলী আহমেদ মাসুদ ও কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ফয়জুল ইসলাম মিশন৷