![]() |
বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত | সময় সংবাদ |
আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী:
ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রূপাপাত ইউনিয়ন শাখার বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২১ মার্চ) উপজেলার রূপাপাত ইউনিয়নের সূর্যোগ চৌরাস্তায় বিকাল চারটায় এই সম্মেলন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠান উদ্বোধন করেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল সিকদার। ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. জাহিদুল ইসলাম বাবলুর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো: আ. সামাদ শেখের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান মীরদাহ পিকুল। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইস্রাফিল মোল্যা, ধর্মবিষয়ক সম্পাদক শাজাহান মোল্যা, সদস্য মো. শাহজাহান মিয়া, মো. আহম্মদ মিয়া, সাধারণ সম্পাদক মিজানুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রাহাদুল আখতার তপন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মো. জাহাঙ্গীর হোসেন, ফরিদপুর জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য এ এম মহাব্বত আলী, সহ-সভাপতি রাজিবুর রহমান বিপ্লব, যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার ওমর হাফিজ মুক্তি, উপজেলা কৃষক লীগের সহ-সভাপতি নীরুল হোসেন মিয়া। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আনিচুজ্জামান, এ কে আজাদ মুক্ত প্রমুখ।
এছাড়া প্রধান বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম বাকের ইদ্রিস এবং বিশেষ বক্তা ছিলেন উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাইসুল আলম মিনা রাসেল ও সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম খান।