![]() |
বৃহত্তর ফরিদপুর ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের ইফতার ও কোরআন বিতরণ | সময় সংবাদ |
নিজস্ব প্রতিনিধিঃ
বৃহত্তর ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সেইসাথে সংগঠনটি শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে পবিত্র কোরআন শরীফ বিতরণ করেছেন।
শুক্রবার (১৫ এপ্রিল) রাজধানীর খিলগাঁও জামি'আ ইসলামিয়া ফজলুর রহমান ভূঁইয়া গোড়ান মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার মাহফিল ও পবিত্র কোরআন শরীফ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে সংগঠনটির সভাপতি মো. হাসান আল বশিরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বৃহত্তর ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মো. তৈয়বুর রহমান তোহা।
এসময় সংগঠনটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আরাফাত রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. ওহিদুজ্জামান নাঈম মুন্সিসহ বৃহত্তর ফরিদপুর জেলা ইঞ্জিনিয়ার্স এ্যাসোসিয়েশনের ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
ইফতার পূর্বে দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া পরিচালনা করেন, মাদ্রাসাটির পরিচালক মাওলানা ফজলুর রহমান ভূঁইয়া।