রাত পোহালেই ফরিদপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা, ব্যাপক তোর জোড় - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শুক্রবার, এপ্রিল ১৫, ২০২২

রাত পোহালেই ফরিদপুর জেলা আওয়ামীলীগের বর্ধিত সভা, ব্যাপক তোর জোড়

 


নিজস্ব প্রতিনিধি :
দীর্ঘ ছয় বছর পরে হতে চলছে ফরিদপুর জেলা আওয়ামীলীগের সম্মেলন। আগামী ১২ মে ত্রি-বার্ষিক সম্মেলনকে সামনে রেখে জেলা আওয়ামী লীগের এই বর্ধিত সভা অনুষ্ঠিত হবে রাত পোহালেই।  শনিবার দুপুরে শহরের হোটেল রাফেলস ইন হোটেলে এ সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। যাতে অতিথি হিসেবে উপস্থিত হওয়ার কথা রয়েছে আওয়ামীলীগের হেভিওয়েট কেন্দ্রীয় নেতারা। জেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাড. সবুল চন্দ্র সাহার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে থাকছেন আরেক প্রেসিডিয়াম কর্নেল ফারুক খান এমপি। অন্যদের মধ্যে আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহমান, সাংগঠনিক সম্পাদক মীর্জা আজম এমপি, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, সদস্য ইকবাল হোসেন অপু এমপি প্রমুখ।


এরই মধ্যে বর্ধিত সভার সকল আয়োজন সম্পন্ন করা হয়েছে বলে জেলা আওয়ামীলীগের তরফ থেকে জানানো হয়েছে। দুপুর দুইটায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। 


ফরিদপুর জেলা আওয়ামী লীগ সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ২২ মার্চ জেলার আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়।


গত সম্মেলনের সেই কমিটিতে ফরিদপুরের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার হোসেনের একক নির্দেশে কমিটিতে বিতর্কিত কিছু নেতারা স্থান পায়। যা নিয়ে ব্যাপক বিতর্ক চলমান। সেই কমিটিতে ত্যাগী দীর্ঘদিনের পরীক্ষিত নেতা জেলা আওয়ামীলীগের সাবেক সাধারন সম্পাদক বিপুল ঘোষ সহ কিছু নেতারা যোগ্য স্থান না পাওয়ায় ব্যাপক ক্ষোভ রয়েছে ওই কমিটি নিয়ে। শোনা যায় ইঞ্জিনিয়ার খন্দকার হোসেন তার ছোট ভাইকে স্থান করে দেওয়ার জন্য সভাপতি পদ থেকে বিপুল ঘোষকে বাদ দিয়ে রাজনৈতিক ভাবে ঘর বন্দি করে রাখেন তাকে। শুরু হাইব্রিড তোষন রাজনীতি। এরপর তৃনমূলের পরীক্ষিত নেতাকর্মিদের দূরে সরিয়ে দেওয়া হয় দলীয় কর্মকান্ড থেকে। 


এদিকে বহুদিনের কাঙ্ক্ষিত এই সম্মেলন নিয়ে গত দুই বছর ধরে গ্রæপিং, লবিং ও দৌড়-ঝাপ শুরু হয়েছে। বাকি ছিল তারিখ নির্ধারণ। ফরিদপুরে তিনটি ধারায় চলছে ফরিদপুরের আওয়ামী লীগের রাজনীতি। সাবেক মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেনের রাজনৈতিক কর্মকান্ডের পতনের পর থেকেই নির্যাতিত, বঞ্চিত দলের প্রকৃত নেতাকর্মীরা চাঙ্গা হয়ে উঠেছেন। সম্মেলনকে সামনে রেখে জেলা সভাপতি ও সাধারণ সম্পাদক পদ প্রাপ্তির আশায় শহরের আনাচে-কানাচে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারণা চালিয়ে যাচ্ছেন নেতাকর্মীরা।


তবে তৃনমূলের নেতাকর্মিদের সাথে কথা বলে জানাগেছে তাদের চাওয়া তৃনমূলের পরীক্ষিত নেতাদেরকে কমিটিতে স্থান দেয় হইক এবারের কমিটিতে। কোন রকম প্রভাব ছাড়াই নেত্রী একটি সুন্দর কমিটি করে দিবেন এটা তাদের আশা। দীর্ঘদিনের বঞ্চিত নেতাদের দিয়ে আওয়ামীলীগ জেলা কমিটি হবে এটাই তারা আশা করছেন একই সাথে।  


সভাপতির তালিকায় সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘদিনের পরীক্ষিত নেতা বাবু বিপুল ঘোষ, বর্তমান সভাপতি এ্যাড. সবুল চন্দ্র সাহা, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শামীম হক, সাবেক কেন্দ্রীয় যুবলীগের সদস্য ও ফরিদপুর জেলা যুবলীগের সাবেক সভাপতি এবং সাধারণ সম্পাদক ফারুক হোসেন রয়েছে।


সাধারণ সম্পাদকের পদপ্রত্যাশী বর্তমান জেলার বর্তমান সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মাসুদ হোসেন, জেলা যুগ্ম সম্পাদক ঝর্না হাসান, জেলা মহিলা সম্পাদিকা আইভি মাসুদ, সাবেক ছাত্রলীগ নেতা লিয়াকত হোসেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, মুক্তিযোদ্ধা বিষয়ক উপ কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ী ডক্টর যশোদা জীবন দেবনাথ এবং বিশিষ্ট সাংবাদিক প্রবীর শিকদার প্রমূখ।


জেলা আওয়ামীলীগের এই সম্মেলনকে সামনে রেখে সাবেক কেন্দ্রীয় আওয়ামীলীগ নেতা ও জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক দীর্ঘদিনের পরীক্ষিত নেতা বাবু বিপুল ঘোষ বলেন, ২০০৫ সাল এর আগে ১৩ বছর আমি জেলা কমিটির সাধারন সম্পাদক ছিলাম। ২০০৫ সালের সম্মেলনে আমি সভাপতি প্রার্থী ছিলাম। আমাদের প্রিয় নেত্রীর কথা মতো আমি সেবার কেন্দ্রীয় কমিটিতে চলে যায়। এরপর ২০১৬সালের কমিটিতে ইঞ্জিনিয়ার খন্দকার হোসেন তার একক কারনে আমাকে সভাপতি পদ থেকে বাদ দেয়া হয়। আমার এই শেষ সময়ে নেত্রীর কাছে একটি চাওয়া আমাকে দলটিকে পূর্ন গঠনে দায়িত্ব দিবেন এটাই আমার চাওয়া। তিনি বলেন অনেকে আমাকে অসুস্থ বলে মিথ্যা প্রচারনা চালানোর চেষ্টা করছে যাহা একটি গুজব। 


ফরিদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি বলেন, শনিবার দুপুর দুইটায় আমাদের বর্ধিত সভা শুরু হবে। তিনি বলেন এবারও আমি সভাপতি প্রার্থী নেত্রী যদি মনে করেন তাহলে আমি দায়িত্ব নিতে চাই পূনরায়।

Post Top Ad

Responsive Ads Here