জন ভোগান্তি নিরসনে ঝিনাইদহ কলাবাগান বাসির স্মারকলিপি প্রদান | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, এপ্রিল ১০, ২০২২

জন ভোগান্তি নিরসনে ঝিনাইদহ কলাবাগান বাসির স্মারকলিপি প্রদান | সময় সংবাদ

জন ভোগান্তি নিরসনে ঝিনাইদহ কলাবাগান বাসির স্মারকলিপি প্রদান | সময় সংবাদ


ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ পৌরসভার নাগরিকদের জনজীবন দিনকে দিন দুর্বিসহ হয়ে উঠছে। মানুষ নাগিরক হিসেবে সেবা পাচ্ছে না। পৌর কর ও ট্যক্স পরিশোধ করেও অনুন্নত পরিবেশ মানুষকে অতিষ্ঠ করে তুলেছে। শহরের নিয়ন বাতির আলোর নিচে অনেকটা ঘুটঘুটে অন্ধকারের দশা। পৌর এলাকার রাস্তা ঘাট ও ড্রেন নিয়ে মানুষের অভিযোগের অন্ত নেই। সামান্য বৃষ্টি হলে শহরের পাড়া মহল্লা তলিয়ে যায়।


ড্রেনের পানি ঘরের মধ্যে ঢুকে পড়ে। কোন ড্রেনেই পানি প্রবাহ নেই। বেশির ভাগ ড্রেন ভেঙ্গেচুরে মুখথুবড়ে পড়েছে। এ অবস্থায় কার কাছে যাবে নাগিরকিরা বুঝে উঠতে পারছে না। প্রায় একযুগ নির্বাচন বিহীন ঝিনাইদহ পৌরসভায় পৌর প্রশাসক নিয়োগ দেওয়া হলেও কাজের কোন গতি নেই। নগরবাসি অভাব অভিযোগ দেওয়ার জায়গা পাচ্ছেন না। কারণ পৌর প্রশাসক সব সময় অফিসে থাকেন না। কাউন্সিলরদের কাছে গেলে তারা অসহায়াত্বের কথা জানিয়ে দিচ্ছেন। ফলে প্রায় পাড়া মহল্লায় দেখা যাচ্ছে নিজ নিজ বাড়ির সামনের রাস্তা নিজেরাই মেরামত করে নিচ্ছেন। কোন কোন এলাকায় পানির নিদারুন সংকট দেখা দিয়েছে। 


এদিকে চলাচলের অযোগ্য রাস্তা মেরামতের দাবীতে গতকাল রোবববার ঝিনাইদহ পৌর এলাকার ৬নং ওয়ার্ডের কলাবাগান এলাকার বাসিন্দারা স্মারকলিপি দিয়েছে ঝিনাইদহ পৌর প্রশাসকের কাছে। পৌরসভার সচিব নুর মোহাম্মদ প্রশাসকের পক্ষে স্মারকলিপি গ্রহন করেন। এ সময় সাবেক শিক্ষক তোজাম জোয়ারদার, স্থানীয় কমিশনার প্রার্থী মীর লাভলু, ইসলাম উদ্দীন, সাংবাদিক আমিনুল ইসলাম লিটন, ব্যবসায়ী দিপু, ওবাইদুর রহমান ও কামরুজ্জামান লিমনসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন। স্মারকলিপি গ্রহন করে ঝিনাইদহ পৌরসভার সচিব নুর মোহাম্মদ দ্রুতই রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন।

Post Top Ad

Responsive Ads Here