ফরিদপুরে এসিড নিক্ষেপকারী একাধিক মামলার আসামী টাকি রিপন গ্রেফতার - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, এপ্রিল ১২, ২০২২

ফরিদপুরে এসিড নিক্ষেপকারী একাধিক মামলার আসামী টাকি রিপন গ্রেফতার

 

ফরিদপুর প্রতিনিধি :
ফরিদপুর ডিবি পুলিশ ও কোতয়ালী থানার যৌথ অভিযানে টোকাই রানাকে(৩২) এসিড নিক্ষেপকারী একাধিক মামলার আসামী সাইফুল ইসলাম রিপন ওরফে টাকি রিপনকে(৩২) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে উপ-পরিদর্শক মোঃ শামীম হাসান ও ডিবি পুলিশের একটি চৌকস টিম সোমবার রাত সাড়ে নয়টার সময় সদর উপজেলার ঈশান গোপালপুর বাজার এলাকা হতে আসামী টাকি রিপনকে গ্রেফতার করে। 



এ বিষয়ে মঙ্গলবার দুপুরে ফরিদপুর পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকি রিপন স্বীকার করেছে, তার স্ত্রীর সাথে পর:ক্রীয়া ও পূর্ব শুত্রæতার জের ধরে সে সহ আরো ৫/৬ জন রানাকে কৌশলে ডেকে নিয়ে তার মুখে এসিড মারে ও মারধর করে। টাকি রিপনের বিরুদ্ধে এরআগে কোতয়ালী থানায় অস্ত্র আইনসহ মোট ০৯টি মামলা রয়েছে। সে পেশাগত একজন সন্ত্রাসী। 


উল্লেখ্য গত ২ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টার সময় টোকাই রানাকে ফোনের মাধ্যমে ডেকে নিয়ে গুহলক্ষীপুর সাকিনস্থ হিন্দু মেসের সামনে পূর্ব পরিকল্পিতভাবে টাকি রিপন তার হাতে থাকা শুচালো ভোমর দিয়ে রানার চোখ লক্ষ করে উপুর্যপুরি কোপ দিয়ে দুই চোখে মারাত্মক গুরুত্বর রক্তাক্ত জখম করে এবং তার দুই চোখে মুখে এসিড নিক্ষেপ করে মুখ ও চোখ মারাত্মক ভাবে ঝলসে দেয়।  পওে স্থানীয়রা রানাকে উদ্ধার করে ফরিদপুর জেনারেল হাসপাতালে জরুরী বিভাগে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থা অবনতি হলে তাকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করে। সেখানে তার শারীরিক অবস্থা উন্নতি না হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইউনিটে রেফার্ড করেন। বর্তমানে সে উক্ত হাসপাতালে চিকিৎসাধীন আছে।  এই ঘটনায় তার মা মোসাঃ হাজরা বেগম (৪৫) গত ৭ এপ্রিল কোতয়ালী থানায় একটি মামলা দায়ের করেছে। 


অপরদিকে সোমবার রাতে ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মোঃ রাকিবুল ইসলাম এর নেতৃতে সদর উপজেলার ইশানগোপালপুর অভিযান চালিয়ে ১০০ বোতল ফেন্সিডিলসহ ০২ জন ও বোয়ালমারী থেকে ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০২ জনকে গ্রেফতার করা হয়েছে।

Post Top Ad

Responsive Ads Here