ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, এপ্রিল ১৩, ২০২২

ফরিদপুরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটে জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ

 

  
ফরিদপুর প্রতিনিধি :   
ফরিদপুরের ধুলদী রেলগেট বাজার এলাকায় ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালিয়ে দুজনকে কুপিয়ে পাঁচ লাখ টাকা লুটের ঘটনায় জড়িতদের গ্রেফতার দাবিতে মানববন্ধন করেছেন হাজারো গ্রামবাসী। বুধবার সকাল ১০টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে এর আয়োজন করা হয়। এসময় বক্তব্য রাখেন মামলার বাদি নূর ইসলাম লেলিন, সাইফুল ইসলাম সানাল, রুবেল মল্লিক, রুস্তম শেখ প্রমুখ। বক্তাগণ বলেন, গত ৭ এপ্রিল ধুলদি রেলগেট বাজারের মল্লিক ট্রেডার্সে হামলা করে দু'জনকে কুপিয়ে প্রায় পাঁচ লাখ টাকা লুট করে কিশোর গ্যাংয়ের সদস্যরা। এ ঘটনার পর আসামীরা এলাকায় হুমকি ধামকি দিয়ে মামলা উঠিয়ে নেওয়ার চাপ দিচ্ছে। অন্যদিকে মামলার আসামীরা ১৫ বছর আগের দুটি এনজিওর টাকা আত্মসাতের মিথ্যা অভিযোগ করে ঘটনা ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চালাচ্ছে। তারা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান এবং কিশোর গ্যাং তৈরি করে আসামীদের বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ছিনতাই, মাদক ব্যবসা, জমি দখল ও গরু চুরি পরিচালনা করে আসছে।

 

পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।


প্রসঙ্গত, গত ৭ এপ্রিল ধুলদি রেলগেট বাজারের মল্লিক ট্রেডার্সে হামলা চালিয়ে এম এ করিম ও সাইফুল ইসলাম সানাল নামে দুজনকে জখম করে ৪ লাখ ৯৭ হাজার টাকা লুটের অভিযোগে কোতোয়ালি থানায় একটি মামলা দায়ের করা হয়। 


এ বিষয়ে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ এম এ জলিল জানান, এ ঘটনায় দায়েরকৃত মামলায় জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। তিনি জানান, একে অপরের বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ করছে। কেউ লিখিত অভিযোগ করলে তদন্ত করে ব্যবস্থা নেবো।

Post Top Ad

Responsive Ads Here