বেলকুচিতে সংবাদ কর্মীর বিরুদ্ধে মৎস সমিতির সংবাদ সম্মেলন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০৯, ২০২২

বেলকুচিতে সংবাদ কর্মীর বিরুদ্ধে মৎস সমিতির সংবাদ সম্মেলন | সময় সংবাদ

 


উজ্জ্বল অধিকারী, বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে সাংবাদিক আরিফুল গনি লিমনের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেছে তামাই একতা উন্নয়ন সংস্থা (মৎস খামার) এর সদস্যরা।


শুক্রবার সকালে বেলকুচি উপজেলার তামাই বহুমুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।  


সংবাদ সম্মেলন সমিতির হজরত আলী ব্যাপারী পাঠকরেন।এছাড়াও  সমিতির সভাপতি হাজী ফজলার রহমান অভিযোগ করে বলেন, গত বছর দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকার বিনিময়ে এক বছরের জন্য আমাদের সমিতির পুকুর লিজ নেন লিমন। সময় শেষ হয়ে আসায় তাই আবারো ডাকের ব্যবস্থার আয়োজন করা হয়। এতে এ বছর চার লক্ষ দরে ডাক নেন দুলাল, রিপন ও রবিন। কিন্ত লিমন এ সমিতির এ সিদ্ধান্ত অস্বীকার জানান ও এই পুকুরে কে মাছ চাষ করবে তাকে দেখে নেবার হুমকি জানান। এ সময় তিনি সমিতিকে তার আগের দুই লক্ষ পঞ্চাশ হাজার টাকায় আবারো পুকুরটি দিতে হবে নইলে তাদেরকে দেখে নেবার হুমকি জানান। সমিতির সভাপতি আরো অভিযোগ করে বলেন, এর মধ্যে পুকুরের লিজ শেষ হবার জন্য ইতি মধ্যে লিমন পুকুরের সব মাছ উঠিয়ে নিয়েছে। তারপর গত ৬ এপ্রিল এই লিমন রাতের আধারে পুকুরে কিছু মাছ ছাড়ে ও বিষ দিয়ে আমাদের উপর তার দোষ চাপাচ্ছে। মূলত লিমন সাংবাদিকতার পরিচয় বহন করে আমাদের নানা ভাবে হয়রানী করছে।


সংবাদ সম্মেলন আরো উপস্থিত ছিলেন ভাঙ্গাবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জহুরুল ইসলাম ভূঞা, সমিতির সদস্য আমির হামজা, আশরাফুল গনি সরকার, সামসুর হক প্রমুখ। 


এব্যাপারে অভিযুক্ত প্রথম আলো পত্রিকার জেলা প্রতিনিধি আরিফুল গনি লিমন জানান, তার বিরুদ্ধে তারা চক্রান্ত করছে। পুকুরে বিষ দিয়ে আমার মাছ মেরে এখন আমাকেই দায় দিচ্ছে তার জন্য। 


Post Top Ad

Responsive Ads Here