ভালোবাসা চান দীঘি | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, মে ৩১, ২০২২

ভালোবাসা চান দীঘি | সময় সংবাদ

 

"ভালোবাসা চান দীঘি | সময় সংবাদ"

বিনোদন ডেস্ক 


নায়িকা হিসেবে প্রতিষ্ঠিত হচ্ছে ঢাকাই সিনেমার শিশুশিল্পী হিসেবে তারকাখ্যাতি পাওয়া প্রার্থনা ফারদিন দীঘি। ২০২১ সালে মুক্তি পায় নায়িকা হিসেবে তার অভিনীত প্রথম সিনেমা ‘তুমি আছো তুমি নেই’। এরপর ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ সিনেমায় দেখা গেছে তাকে।


প্রথম ছবি দিয়েই আলোচিত হন দীঘি। সমালোচিতও কম হননি। এক মন্তব্যের জেরে খোদ ছবির পরিচালক দেলোয়ার জাহান ঝন্টু ক্ষুব্ধ হন দীঘির ওপর। 

 

এসব আলোচনা-সমালোচনার অবসান ঘটিয়ে এবার নতুন প্ল্যাটফরমে হাজির হতে যাচ্ছেন দীঘি। আগামী ২ জুন ওয়েব প্ল্যাটফরম  চরকিতে মুক্তি পেতে যাচ্ছে দীঘির প্রথম ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’। শুক্রবার প্রকাশিত হয়েছে ওয়েব ফিল্মটির টিজার।


এই টিজারটি সামাজিকমাধ্যম ফেসবুকে শেয়ার করেছেন দীঘি। এর ক্যাপশনে তিনি লেখেন- শেষ চিঠি। অনেক ভালোবাসা চাই আপনাদের।


ওয়েব ফিল্ম ‘শেষ চিঠি’ পরিচালনা করেছেন সুমন ধর। এতে দীঘি অভিনয় করেছেন তরুণ অভিনেতা ইয়াশ রোহানের বিপরীতে।




Post Top Ad

Responsive Ads Here