![]() |
চরভদ্রসন রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে নবাগত ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত |
নাজমুল হাসান নিরব, ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলায় শনিবার(৩০ শে জুলাই) রাত আটটায় চরভদ্রাসন থানা অফিসার ইনচার্জ মিন্টু মন্ডল এর সাথে চরভদ্রসন রিপোর্টার্স ক্লাবের সদস্যদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এ সময় রিপোর্টার্স ক্লাবের সদস্যরা নবাগত ওসির মিন্টু মন্ডল কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন।
এসময় উপস্থিত ছিলেন চরভদ্রাসন রিপোর্টার্স ক্লাবের সভাপতি মোহাম্মদ রাশেদুজ্জামান, সাধারণ সম্পাদক নাজমুল হাসান নিরব, সহ-সভাপতি মনির হোসেন পিন্টু, সহ-সাধারণ সম্পাদক রতন টিকাদার, দপ্তর সম্পাদক শাহরিয়ার মোল্লা, প্রকাশনা সম্পাদক মোহাম্মদ নিয়াজ মাখদুম, সদস্য তারেক শেখ এবং মোহাম্মদ জুবায়ের।
এসময় নবাগত ওসি মিন্টু মণ্ডল জানান, বর্তমান সরকারের আমলে মাননীয় আইজিপি এবং ফরিদপুরের পুলিশ সুপারের তত্ত্বাবধানে পুলিশ আর আগের মত নেই। পুলিশ এখন জনগণের বন্ধু।চরভদ্রসন থানায় কোন মাদক, অপকর্ম ও দেশ বিরোধী কর্মকান্ড করতে দেয়া হবে না। পুলিশ সব সময় সজাগ থাকবে।তিনি এ সময় সাংবাদিকদের পুলিশের পাশে থাকার জন্য আহ্বান জানান।