করোনায় দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৮ লাখ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, জুলাই ৩০, ২০২২

করোনায় দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৮ লাখ | সময় সংবাদ

 

"করোনায় দৈনিক সংক্রমণ ছাড়িয়েছে ৮ লাখ | সময় সংবাদ"

আন্তর্জাতিক ডেস্ক 


গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯০৭ জনের। এছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৬০ হাজার ৫০৬ জন।

শনিবার (৩০ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।



 

এর আগে শুক্রবার (২৯ জুলাই) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ২১ হাজার ৫১৩ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৭৯১ জনের।


ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ৮ লাখ ৩০ হাজার ১৫৩ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৭ হাজার ৫৭০ জনের।


এদিকে, গত ২৪ ঘণ্টায় যুক্তরাষ্ট্রে মৃত্যু হয়েছে ২৮৬ জনের এবং শনাক্ত হয়েছে ৯৯ হাজার ৬১ জনের। একই সময়ে ব্রাজিলে আক্রান্ত ৪২ হাজার ৮১৬ জন এবং মৃত ২২৮ জন। ইতালিতে আক্রান্ত ৫৪ হাজার ৮৮ জন এবং মৃত্যু ২৪৪ জনের। জাপানে মৃত ১১৬ জন এবং আক্রান্ত ২ লাখ ৩০ হাজার ৫৫ জন। অস্ট্রেলিয়ায় মৃত ১৫৭ জন এবং আক্রান্ত ৪৫ হাজার ২৪৫ জন। মেক্সিকোতে মৃত ১১৩ জন এবং আক্রান্ত ২৪ হাজার ৮৯৩ জন। স্পেনে মৃত ১০৯ জন এবং আক্রান্ত ৭ হাজার ৭৮৩ জন ও দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত ৮৫ হাজার ২৭৫ জন এবং মৃত ৩৫ জন।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।




Post Top Ad

Responsive Ads Here