"বিএনপির সরকার পতনের ঘোষণা পাগলের প্রলাপ: সেতুমন্ত্রী | সময় সংবাদ"
নিজস্ব প্রতিবেদক
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা নিজেদের নেত্রীকে মুক্ত করার জন্য আন্দোলন করতে পারে না তাদের সরকার পতন ঘটানোর ঘোষণা পাগলের প্রলাপ ছাড়া আর কিছু নয়। বাস্তবে তাদের আন্দোলনের বস্তুগত পরিস্থিতি বিরাজমান কিনা সেটাও বিএনপি নেতারা জানে না।
শনিবার নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সেতুমন্ত্রী বলেন, বিএনপি নেতারা আন্দোলনের ফানুস উড়িয়ে গভীর শীত নিদ্রায় চলে যাচ্ছেন। বিএনপির সরকার পতনের আন্দোলন মানে নিজ দলের নেতাকর্মীদের মাঝেই এক গভীর দীর্ঘশ্বাস আর হতাশার বহিঃপ্রকাশ।
তিনি আরো বলেন, যারা এদেশে বসে ফরমায়েশি রাজনীতি করে তারা জনপ্রত্যাশা থেকে যোজন যোজন দূরে অবস্থান করছে। তাদের অবস্থান জনগণের কাছে ঠুনকো ও ভঙ্গুর।