বোয়ালমারীতে বনভোজনের টাকা না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

বোয়ালমারীতে বনভোজনের টাকা না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা | সময় সংবাদ

বোয়ালমারীতে বনভোজনের টাকা না পেয়ে স্কুল ছাত্রের আত্মহত্যা | সময় সংবাদ


আব্দুল্লাহ আল মামুন রনী,বোয়ালমারী:

ফরিদপুরের বোয়ালমারীতে বনভোজনের টাকা না পেয়ে এক স্কুল ছাত্র বাবার উপর অভিমান করে আত্মহত্যা করেছে বলে জানা গেছে। উপজেলার ঘোষপুর ইউনিয়নের চন্দিবিলা গ্রামে এ ঘটনা ঘটেছে। 


নিহত স্কুল ছাত্রের নাম রাজু (১৬)। সে ওই ইউনিয়নের কোবাদ মোল্যার পুত্র এবং স্থানীয় নওয়াপাড়া উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র। রবিবার (২১ আগস্ট) বিকেল ৫টার দিকে রাজুর মৃত্যু ঘটে। 


জানা যায়, বাবার কাছে বনভোজনের জন্য দুই হাজার টাকা চেয়েছিল রাজু। বাবা কোবাদ মোল্যা হাটে পাট বিক্রি করে দিতে চেয়েছিলেন। কিন্তু স্কুল পড়ুয়া পুত্র রাজু এতে রাজি না হয়ে শনিবার রাতে অভিমান করে কীটনাশক পান করে। পরদিন রবিবার সকালে পরিবারের লোকজন টের পেয়ে অসুস্থ রাজুকে দ্রুত ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এরপর রোগীর অবস্থা সংকটাপন্ন হলে তাকে ঢাকায় রেফার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে ওই দিন বিকেল ৫টার দিকে রাজবাড়ী রাস্তার মোড় নামক স্থানে পৌঁছলে রাজু মারা যায়।


বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, ডাক্তারি রিপোর্টে পয়জন পানের বিষয়টি আছে।


Post Top Ad

Responsive Ads Here