ভাঙ্গায় নারী কেলেঙ্কারীর অভিযোগে শিক্ষকের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ ও ক্লাসবর্জন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, আগস্ট ২৩, ২০২২

ভাঙ্গায় নারী কেলেঙ্কারীর অভিযোগে শিক্ষকের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ ও ক্লাসবর্জন

ভাঙ্গায় নারী কেলেঙ্কারীর অভিযোগে শিক্ষকের অপসারনের দাবিতে শিক্ষার্থীদের প্রতিবাদ ও ক্লাসবর্জন


 ফরিদপুর:

ফরিদপুরের ভাঙ্গায় নজরুল ইসলাম নামের এক সহকারী শিক্ষকের বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর অভিযোগে অভিযুক্ত শিক্ষকের ক্লাস বর্জন করেছে স্কুল শিক্ষার্থীরা। 


রোববার সকালে উপজেলার রায়পাড়া শদরদী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। ঘটনাটি ধামাঁচাপার চেষ্টা চলছে বলেও অভিযোগ রয়েছে একটি প্রভাবশালী মহলের বিরুদ্ধে। বিষয়টি বিদ্যালয় থেকে শহরব্যাপী ছড়িয়ে বিভিন্ন মহলে গুঞ্জনসহ তীব্র সমালোচনার জন্ম দিয়েছে।


সরেজমিনে স্থানীয়রা ও শিক্ষার্থীরা জানায়, অভিযুক্ত নজরুল ইসলাম ওই বিদ্যালয়ের একজন ধর্মীয় শিক্ষক। তার বিরুদ্ধে সম্প্রতী ও কয়েক বছর আগেও এলাকায় নারী কেলেঙ্কারীর কয়েকটি ঘটনার অভিযোগ রয়েছে। বিদ্যালয়ের কোমলমতী মেয়ে শিক্ষার্থীদের সঙ্গে তিনি অসৌজন্যমূলক আচরণ করেন। যে কোন অযুহাতে শিক্ষার্থীদের সঙ্গে তিনি খারাপ ব্যবহারসহ তাদের মারধর করেন। রোবাবার সকালে ৮ম শ্রেণীর এক শিক্ষার্থীর পোষাক পরা নিয়ে ওই শিক্ষার্থীকে গাল-মন্দ করেন নজরুল ইসলাম। একপর্যায়ে শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়ে বিদ্যালয় প্রাঙ্গনে অভিযুক্ত নজরুল ইসলামের বিরুদ্ধে তার অপসারনের দাবিতে প্রতিবাদ করেন এবং অভিযুক্ত শিক্ষকের ক্লাস বর্জনের ঘোষনা দেয়।


 স্থানীয়রা আরও জানায়, শিক্ষার্থীদের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি হওয়ায় একপর্যায়ে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্কুল কর্তৃপক্ষ অভিযুক্ত শিক্ষক নজরুল ইসলামকে নিয়ে একটি জুরুরী মিটিং করেন। কিন্তু রহস্যজনক কারনে নজরুল ইসলামকে হটাৎ আগামী সাত দিনের জন্য ছুটি দিয়ে দেন স্কুল কর্তৃপক্ষ। 


এ ঘটনায় স্কুল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আন্তরীক হস্তক্ষেপসহ বিষয়টির সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছেন তারা।নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা জানায়, কয়েক বছর আগেও নজরুল স্থানীয় আদী পাকাঁ মসজিদের ঈমামতি করতেন, সেখানেও তিনি নারী কেলেঙ্কারীর ঘটনায় ধরা পড়েছিলেন স্থানীয়দের কাছে। গত দুই দিন আগেও নজরুল ঢাকায় গিয়ে এক নারীর সঙ্গে অবৈধ সম্পর্কে পড়েন এমন একটি অভিযোগ অত্র এলাকায় বেশ তোল-পাড় সৃষ্টি করছে। বিষয়টি নিয়ে এলাকায় জানাজানি হয় এবং বিদ্যালয়ের কোমলমতী শিক্ষার্থীদের মধ্যে এই নিয়ে তুমুল ক্ষোভের সৃষ্টি হয়। 


তারা আরও জানায়, বিষয়টি নানান অযুহাতে ঘটনার ধামাচাপার চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। স্কুলের লাইব্রেরী সাইন্সের শিক্ষিকা জোৎসনা বেগম জানান, নজরুলের বিরুদ্ধে স্কুল শিক্ষার্থীদের অভিযোগ যুক্তিসংগত। তবে সে বিষয়ে তিনি কোন মন্তব্য করতে রাজি হন নি। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান মোস্তফা জানান, নজরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে প্রাথমিক কোন প্রমাণ পাওয়া যায় নি। তবে তার বিরুদ্ধে অভিযোগের তদন্তের জন্য বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও স্কুল কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী  নজরুলকে আগামী ৭ দিনের জন্য ছুটি দেওয়া হয়েছে।


ভাঙ্গা উপজেলা (ভারপ্রাপ্ত) নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার ভুমি মোঃ মাহামুদুল হাসান জানান, এ বিষয়ে তিনি কোন লিখিত অভিযোগ পান নি। তবে অভিযোগ পেলে তিনি বিষয়টি খতিয়ে দেখবেন।


ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিয়ারুল ইসলাম জানান, বিদ্যালয়ে একজন শিক্ষকের অপসারনের দাবিতে শিক্ষার্থীসহ স্কুল সংশ্লিষ্ট কয়েকজন একটি প্রতিবাদ ও বিক্ষোভ করছেন এমন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছায় এবং সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়। পরবর্তিতে সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষের হস্তক্ষেপে সমাধান হওয়ার কথা তিনি শুনেছেন। 


ওই বিদ্যালয়ের ধর্মীয় সহকারী শিক্ষক মোঃ নজরুল ইসলাম দাবী করেন, তিনি ও তার ভাবীকে নিয়ে জুরুরী কাজে ঢাকায় গিয়েছিলেন। তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীর ঘটনার অভিযোগটি মিথ্যা ও বানোয়াট। তাকে হেয় করতে তার প্রতিপক্ষের লোকজন ষড়যন্ত্র করছে।


মোঃরিফাত ইসলাম



Post Top Ad

Responsive Ads Here