রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ | সময় সংবাদ
মহুয়া জান্নাত মনি রাঙামাটি প্রতিনিধি:
জ্বালানী তেল, পরিবহন ভাড়াসহ সকল দ্রব্যমূল্যের দাম বৃদ্ধি এবং ভোলায় পুলিশ কর্তৃক গুলি করে ছাত্রনেতা নুরে আলম ও স্বেচ্ছাসেবক দল নেতা আব্দুর রহিমকে হত্যার প্রতিবাদে রাঙামাটি শহরে বিক্ষোভ সমাবেশ জেলা বিএনপি ও অঙ্গসহযোগি সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার সকালে রাঙামাটি জেলা বিএনপির দলীয় কার্যালয়ে রাঙামাটি জেলা বিএনপির নগর শাখার উদ্যোগে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে পৌর বিএনপির সভাপতি এসএম শফিউল আজম এর সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সহ ধর্মবিষয়ক সম্পাদক দীপেন দেওয়ান, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক উপমন্ত্রী মনিস্বপন দেওয়ান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, বিএনপি নেতা মাহবুবুল বাসেত অপু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক এ্যাড মামুনুর রশিদ, সংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম শাকিল প্রমুখ।