দুর্গাপূজা উপলক্ষে ভারত যাচ্ছে ২৪৫০ টন ইলিশ | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, সেপ্টেম্বর ০৫, ২০২২

দুর্গাপূজা উপলক্ষে ভারত যাচ্ছে ২৪৫০ টন ইলিশ | সময় সংবাদ

 

"দুর্গাপূজা উপলক্ষে ভারত যাচ্ছে ২৪৫০ টন ইলিশ | সময় সংবাদ"

নিজস্ব প্রতিবেদক 


১ অক্টোবর থেকে শুরু হচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে ভারতে ২ হাজার ৪৫০ টন ইলিশ রফতানির অনুমোদন দিয়েছে সরকার। ৪৯টি প্রতিষ্ঠান এসব ইলিশ রফতানি করবে।

রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের রফতানি শাখা থেকে রফতানিকারক প্রতিষ্ঠানগুলোকে চিঠি দিয়ে বিষয়টি জানানো হয়েছে। প্রতিটি রফতানিকারক প্রতিষ্ঠান সর্বোচ্চ ৫০ টন করে ইলিশ রফতানি করতে পারবে বলে শর্ত দেওয়া হয়েছে। এ রফতানি আদেশ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত কার্যকর থাকবে।



অনুমোদনের চিঠিতে বলা হয়, সরকার মৎস্য আহরণ ও পরিবহনের ক্ষেত্রে কোনোরকম বিধিনিষেধ আরোপ করলে তা কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে রফতানির এ অনুমতির মেয়াদ শেষ হবে। সরকার প্রয়োজন মনে করলে রফতানির এ আদেশ যেকোনো সময় বন্ধ করতে পারবে।




Post Top Ad

Responsive Ads Here