পূজা উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন সুবাস সাহা | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, অক্টোবর ০৪, ২০২২

পূজা উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন সুবাস সাহা | সময় সংবাদ

পূজা উপলক্ষে প্রতিবন্ধীদের হুইল চেয়ার দিলেন সুবাস সাহা | সময় সংবাদ


শরিফুল হাসান,সময় সংবাদ:

বরাবরের ন্যায় এবারও নানাবিধ  মানবিক  কর্মযজ্ঞের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজা উৎযাপন করছেন ফরিদপুরের বোয়ালমারী উপজেলার কৃতি সন্তান জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয়  সহসভাপতি ধনাঢ্য ব্যবসায়ী বাবু সুবাস সাহা। 


এরই ধারাবাহিকতায় সোমবার দুর্গোৎসবের অষ্টমী পর্বে দিনব্যাপী নানা আয়োজনে ব্যাস্ততম  সময় কাটান তিনি। এ দিন জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে বিপুল সংখ্যক হতদরিদ্র মানুষের মাঝে শারদীয় বস্ত্র ধূতি,লুঙ্গি, শাড়ী,পাঞ্জাবি বিতরণ করেন। প্রতিবন্ধীদের হাতে তুলে দেন দামী হুইল চেয়ার। 


লাইনে দাঁড়িয়ে হাত পাততে  পারেনি এমন অসচ্ছল পরিবারের অনেক সদস্যকে আর্থিক সহযোগিতা দেন সুবাস সাহা। এছাড়াও উপজেলার নানা স্তরের নানা শ্রেনি-পেশার কয়েক হাজার মানুষকে আপ্যায়ণের ব্যবস্থা করেন তিনি। 


বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য,  ফরিদপুর-১ আসনের সাবেক সাংসদ মোঃ আব্দুর রহমান,বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদা বেগম কৃক,উপজেলা চেয়ারম্যান এম,এম মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান মৃধা মিলন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোশারেফ হুসাইন সহ বিভিন্ন পর্যায়ের জনপ্রতিনিধি, রাজনীতিক,ব্যবসায়ী,শিক্ষক ও  সাংবাদিকগণ অনুষ্ঠানে অংশ গ্রহণ করেন। শীর্ষ স্থানীয় ব্যবসায়ী ও ধর্মীয় নেতা সুবাস সাহা বলেন,সকল ধর্মের উৎসব-পার্বন আসে মানুষে-মানুষে আনন্দ, শান্তি, সম্প্রীতি-সৌহার্দ প্রতিষ্ঠার বার্তা নিয়ে। তাই একজন সচ্ছল মানুষের উচিত আরেকজন অসচ্ছল মানুষের পাশে দাঁড়িয়ে তাকেও আনন্দের অংশীদার করা। তানাহলে সমাজ হয়ে পড়ে স্বার্থপর, আত্মকেন্দ্রিক। অতএব কোন পার্থিব লালসার মোহে নয় মনুষ্যত্বের  উদাত্ত আহ্বানে সাড়া দিয়েই আমি কেবল উৎসব-পার্বনই নয়, সব সময় সকল ধর্মের মানুষকেই সাহায্য-সহযোগীতা করে থাকি।


Post Top Ad

Responsive Ads Here