![]() |
আলফাডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগ সভাপতি'র পূজা মণ্ডপ পরিদর্শন | সময় সংবাদ |
আলফাডাঙ্গা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বী সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. এনায়েত হোসেন।
সোমবার (৩ অক্টোবর) রাতে তিনি পৌরসভার ৬নং ওয়ার্ডে অনুষ্ঠিত চারটি পূজা মন্ডপে গিয়ে ঘুরে ঘুরে দেখেন এবং পূজার সার্বিক খোঁজখবর নেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে ব্যক্তিগত তহবিল হতে আর্থিক অনুদান প্রদান করেন।
এনায়েত হোসেন আসন্ন আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে ৬নং ওয়ার্ড থেকে কাউন্সিলর পদে নির্বাচন করবেন। তিনি আলফাডাঙ্গা প্রেসক্লাবের সাবেক সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।