![]() |
সাম্প্রদায়িক সম্প্রীতির মডেল হচ্ছে বাংলাদেশ: অ্যাড. জামাল | সময় সংবাদ |
আলফাডাঙ্গা প্রতিনিধিঃ
ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভা নির্বাচনে মেয়র পদে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশী ও বাংলাদেশ কৃষকলীগের কেন্দ্রীয় কমিটির সহ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ জামাল হোসেন মুন্না বলেছেন, সাম্প্রদায়িক সম্প্রীতির এমন উজ্জ্বল নমুনা বিশ্বের আর কোন দেশে খুঁজে পাওয়া বিরল। বিশ্বের অনেক দেশের জন্য ধর্মীয় সম্প্রীতির এক উদাহরণ হতে পারে আমাদের প্রিয় বাংলাদেশ।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে আলফাডাঙ্গা পৌরসভার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে হিন্দু ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময়ের সময় এসব কথা বলেন তিনি।
জামাল হোসেন আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় আছে বলেই দেশ উন্নয়নে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে দেশে কোন সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল না। পূজার সময় মন্দিরে মন্দিরে হামলা, বাড়ি ঘরে হামলা চালানো হতো। কিন্তু বর্তমানে দেশে সম্প্রীতি বজায় রয়েছে। যার যার ধর্ম সে সে পালন করছে।
পরে তিনি পূজা মণ্ডপের সভাপতি-সাধারণ সম্পাদক ও হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ এবং পূজা উদযাপন কমিটির সদস্যবৃন্দের হাতে নগদ অর্থ তুলে দেন। সেইসাথে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে তার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।