আলফাডাঙ্গা পৌর মেয়রের পূজা মণ্ডপ পরিদর্শন | সময় সংবাদ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, অক্টোবর ০৫, ২০২২

আলফাডাঙ্গা পৌর মেয়রের পূজা মণ্ডপ পরিদর্শন | সময় সংবাদ

আলফাডাঙ্গা পৌর মেয়রের পূজা মণ্ডপ পরিদর্শন | সময় সংবাদ


আলফাডাঙ্গা প্রতিনিধি:

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় মহোৎসব শারদীয় দূর্গা পূজার মহা নবমীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি সাইফুর রহমান। 


মঙ্গলবার (৫ অক্টোবর) বিকাল ৫টার দিকে তিনি পৌরসভার মধ্যে অনুষ্ঠিত ১১টি পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদান প্রদান করেন।


পূজা মণ্ডপ পরিদর্শনকালে পৌর মেয়র বলেন, যুগ যুগ ধরে চিরায়ত বাংলা সর্বজনীন বোধে অসাম্প্রদায়িক চেতনার পীঠস্থান। বঙ্গবন্ধু এই দেশ স্বাধীন করেছেন অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে তারই ধারাবাহিক রক্ষা করে সুসজ্জিত একটি দেশ বিনির্মানে কার্যকরী ভুমিকায় বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা। ধর্মীয় ভাবগাম্ভীর্যের সাথে যার যার ধর্ম সেই নির্বিঘ্নে পালন করে যাচ্ছে শেখ হাসিনার বদৌলতে।


এসময় তার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।




Post Top Ad

Responsive Ads Here