![]() |
পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যানের পূজা মণ্ডপ পরিদর্শন | সময় সংবাদ |
আলফাডাঙ্গা প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় মহোৎসব শারদীয় দূর্গা পূজার মহা নবমীতে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার পাঁচুড়িয়া ইউপি চেয়ারম্যান এস এম মিজানুর রহমান।
মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে তিনি উপজেলার বিভিন্ন স্থানে অনুষ্ঠিত পূজা মণ্ডপ ঘুরে ঘুরে দেখেন। এ সময় তিনি প্রতিটি মণ্ডপে আর্থিক অনুদানও প্রদান করেন।
পূজা মণ্ডপ পরিদর্শনকালে ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান বলেন, বাংলাদেশ অসাম্প্রদায়িক চেতনার দেশ। বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলে আমরা এক হয়ে পথ চলি। প্রত্যেকের ধর্মকে আমরা সম্মান করি। যেকোন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি ঘটলে আমাকে অবহিত করবেন, যে কোন সমস্যা মোকাবেলায় প্রশাসন তৎপর রয়েছে।
এসময় তিনি আরও বলেন, 'আমি উপজেলাবাসীর একজন সেবক হতে চাই। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হয়ে জয়যুক্ত হলে আলফাডাঙ্গা উপজেলাকে একটি মডেল উপজেলায় রূপান্তর করতে চাই।'
এসময় তার সাথে আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ পৌর কাউন্সিলরগণ উপস্থিত ছিলেন।