![]() |
রাঙ্গামাটিতে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৫ চোর আটক | সময় সংবাদ |
মহুয়া জান্নাত মনি, রাঙ্গামাটি প্রতিনিধি:
রাঙ্গামাটিতে বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৫টি চোরাই মোটরসাইকেলসহ ৫জনকে আটক করেছে রাঙ্গামাটি কোতয়ালী থানা পুলিশ।
আটককৃতদের বুধবার (৩০ নভেম্বর) দুপুরে রাঙ্গামাটি কোতয়ালী থানায় নিয়ে আসা হয় এবং তাদের জিজ্ঞাসাবাদ করা হয়।
আটককৃতরা হলেন, শহিদুল ইসলাম (২০), মো: রুবেল (২৫), মো: ওসমান (২৫), মো: মুরাদ (২২), রিয়াজুল ইসলাম সিয়াম (২০)।
রাঙ্গামাটি কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরিফুল আমিন জানান, আমরা বেশ কয়েকটি স্থানে অভিযান চালিয়ে ইতিমধ্যে অনেকগুলো মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হই এবং অভিযানে চোর চক্রের সদস্যাদেরও আটক করেছি।
এর ধারাবাহিকতায় আমরা চট্টগ্রামসহ বিভিন্ন এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এবার রাঙ্গামাটি থেকে চোরাইকৃত পাঁচটি মোটরসাইকেলসহ পাঁচজন চোরকে গ্রেফতার করতে সক্ষম হই। চোরাইকৃত মোটরসাইকেল চোরদের ধরতে অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।