ফরিদপুর প্রতিনিধি:
ফরিদপুরে এক হাজার পরিবারের মাঝে ঈদ শুভেচ্ছা হিসেবে শাড়ি ও ইফতার বিতরণ করেছে ড. যশোদা জীবন দেবনাথ ফ্যানস ক্লাব। আজ শনিবার (৮ এপ্রিল) বিকেলে ফরিদপুরের ধোপাডাঙ্গা চাঁদপুর ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণের সামনে প্রধান অতিথি হিসেবে অসহায় মানুষের মাঝে এসব বিতরণ করেন মুন্সিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস এমপি।
এসময় যশোদাজীবন দেবনাথ ফ্যানস ক্লাবের পৃষ্ঠপোষক বিশিষ্ট শিল্পপতি ড. যশোদা জীবন দেবনাথ সহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোঃ ইশতিয়াক আরিফ, ফরিদপুর পৌর মেয়র অমিতাভ বোস, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শ্যামল ব্যানার্জি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
জাতীয় সংসদ সদস্য মৃণাল কান্তি দাস তার বক্তব্যে বলেন, নিজেদের মধ্যে যতোই মতানৈক্য থাকুক, আগামী নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যার হাতে নৌকা তুলে দিবেন, তার জন্যই সকলকে ভেদাভেদ ভুলে কাজ করতে হবে। তিনি বলেন, নির্বাচনের আগে বিএনপি-জামাত নানা ধরনের ষড়যন্ত্র করে। ভয় হয়, আগামী নির্বাচনকে সামনে রেখে তারা আবার নতুন কোন নাশকতার পরিকল্পনা করে কিনা।
তিনি বলেন, ফরিদপুর হচ্ছে বঙ্গবন্ধুর মাটি। এই ফরিদপুর অঞ্চল থেকেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আপনারা নির্বাচিত করেন। তাই ফরিদপুর থেকে জয়ী হতে পারলে সারাদেশ থেকেই আমাদের বিজয়ের সম্ভাবনা বেড়ে যায়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কোতোয়ালি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক চৌধুরী সামচুল আলম। এসময় মঞ্চে জেলা আওয়ামী লীগ নেতা আবু নাইম, জেলা যুবলীগের নেতা আলী আশরাফ পিয়ার, আলী আজগর মানিক উপস্থিত ছিলেন।
এসময় ঈদ উপহার হিসেবে ডঃ যশোদা জীবনের দেয়া ঈদ বস্ত্র হিসেবে শাড়ি এবং সকলের মাঝে ইফতার বিতরণ করা হয়।