ফরিদপুরে আওয়ামী লীগ নেতার পক্ষ থেকে দশ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০৮, ২০২৩

ফরিদপুরে আওয়ামী লীগ নেতার পক্ষ থেকে দশ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু


 

ফরিদপুর প্রতিনিধি: 

ফরিদপুরে আওয়ামী লীগ নেতা একে আজাদের পক্ষ থেকে পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুর পৌরসভাসহ ১২টি ইউনিয়নের ১০ হাজার মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ শুরু হয়েছে। শনিবার সকালে ফরিদপুরের সদর উপজেলার মাচ্চর ইউনিয়ন পরিষদে এর উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সদস্য বিপুল ঘোষ। 


মাচ্চর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহিদ মুন্সির সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশিষ্ট আওয়ামী লীগ নেতা ও এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি একে আজাদ, বাংলাদেশ আওয়ামী লীগ ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ও বিসিসিআই এর পরিচালক মোঃ খায়ের মিয়া (সিআইপি), ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এ্যাডভোকেট সুবল চন্দ্র সাহা, ফরিদপুর শহর আওয়ামী লীগের আহবায়ক মনিরুল ইসলাম মিঠু, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শওকত আলী জাহিদ, ফরিদপুর জেলা শ্রমিক লীগের সভাপতি আক্কাস হোসেন, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রাহাত হোসেন, জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ রিহান প্রমূখ।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিপুল ঘোষ বলেন, সামনে ঈদ এই ঈদের আগে প্রধানমন্ত্রীর দেয়া উপহার বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা একে আজাদ বিতরণ শুরু করছেন ফরিদপুরে। এতে ১০ হাজারের বেশি গরীব অসহায় মানুষ উপকৃত হবে। ‌ এভাবে গরীব অসহায় মানুষের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি। 


এসময় ঈদ সামগ্রী হিসেবে প্রতিটি পরিবারকে পোলাও চাল, চিনি,ডাল, সেমাই, দুধ, মশলা, তেল ও চিনি তুলে দেয়া হয় । 


Post Top Ad

Responsive Ads Here