নেইমারের বার্সায় ফেরা প্রসঙ্গে যা বললেন জাভ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

বুধবার, আগস্ট ০৯, ২০২৩

নেইমারের বার্সায় ফেরা প্রসঙ্গে যা বললেন জাভ

 

নেইমারের বার্সায় ফেরা প্রসঙ্গে যা বললেন জাভ
নেইমারের বার্সায় ফেরা প্রসঙ্গে যা বললেন জাভ

সময় সংবাদ ডেস্ক:

অনেক দিন ধরেই শোনা যাচ্ছে, পিএসজি ছেড়ে সাবেক ক্লাব বার্সেলোনায় ফিরছেন নেইমার। এ নিয়ে দুই ক্লাবের সঙ্গে যোগাযোগ করছেন তিনি। এতদিন এ বিষয়ে মুখে কুলুপ এঁটেছিলেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। অবশেষে নীরবতা ভাঙলেন বার্সা বস।


জাভি স্বীকার করেছেন, ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার আগে ব্লুগ্রানারা নেইমারকে সই করাতে পারবে কি না তা তিনি জানেন না। ফুটবল বিষয়ক জনপ্রিয় সংবাদমাধ্যম গোল ডটকমের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।


এতে বলা হয়, গত সোমবার পিএসজিকে নেইমার জানিয়েছেন, ক্লাবটি ছাড়তে চান তিনি। ধারণা করা হচ্ছে, বার্সাই তার কাঙ্ক্ষিত গন্তব্য। তবে আর্থিক সীমাবদ্ধতায় ব্রাজিলিয়ান সুপারস্টারের সঙ্গে বার্সার চুক্তি নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে।


মঙ্গলবার (৮ আগস্ট) সেই কথা অকপটে স্বীকারও করেছেন জাভি। তিনি বলেন, নেইমারকে নিয়ে আমি কিছু বলতে পারব না। গত বছর অন্য দলের একজন খেলোয়াড়ের নাম উল্লেখ করেছিলাম। কিন্তু বার্সা কর্তৃপক্ষ ও খেলোয়াড়রা রেগে গিয়েছিলেন। তাই এখন থেকে বাজারের শেষ পর্যন্ত আমরা দেখব, কী হয়?


এদিকে আলোচিত হুয়ান গাম্পার ট্রফিতে টটেনহ্যাম হটস্পারকে ৪-২ গোলে পরাজিত করেছে বার্সা। এরপরই এসব কথা বলেন জাভি। পিএসজির কাছে ওসমান ডেম্বেলেকে হারানোর প্রান্তে রয়েছে বার্সা। ৫০ মিলিয়ন ইউরোতে কয়েকদিনের মধ্যেই দ্য প্যারিসিয়ানদের সঙ্গে যোগ দেবেন তিনি।


তারকা ফরোয়ার্ড আনসু ফাতিকেও ছেড়ে দিতে হতে পারে কাতালানদের। আর্থিক ফেয়ার প্লে নিয়মের গ্যাঁড়াকালে পড়ে তাকে বিক্রি করতে বাধ্য হতে পারে তারা। ফলে একজন গোলমেশিনের দরকার হয়ে পড়েছে তাদের।


Post Top Ad

Responsive Ads Here