![]() |
বগুড়ায় নারীকে জিম্মি করে ঘরে লুট, স্বর্ণালঙ্কার-টাকাসহ চালক গ্রেফতার |
সময় সংবাদ ডেস্ক:
বগুড়ায় দস্যুতার মামলায় নাজমুল হোসেন সাজ্জাত নামের একজনকে গ্রেফতার করেছে র্যাব। একইসঙ্গে তার কাছ থেকে নগদ টাকা ও স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে।
বুধবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন বগুড়া র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন। এর আগে, মঙ্গলবার রাত ১০টার দিকে সিরাজগঞ্জের সলঙ্গা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
৪২ বছরের সাজ্জাত বগুড়া শহরের বৃন্দাবন (মধ্যপাড়া) এলাকার বাসিন্দা। তার বাবার নাম আব্দুল বারেক। তার কাছ থেকে নগদ এক লাখ ১২ হাজার টাকা ও ১৪ দশমিক ৪ ভরি স্বর্ণালঙ্কার, বিভিন্ন দেশের ২৬০টি কয়েন, ডলার সাদৃশ্য তিনটি ম্যাগনেটিক শোপিস এবং একটি মুঠোফোন উদ্ধার করা হয়েছে। এ অভিযানে র্যাব-১২ এর বগুড়া ও সিরাজগঞ্জের যৌথ টিম অংশ নেয়।
র্যাব জানায়, সোমবার সকাল ১০টার দিকে শহরের চকসূত্রাপুর এলাকার ৩৬ বছরের শাপলা শাহীন নামে এক নারীর বাড়িতে লুটের ঘটনা ঘটে। শাপলাকে জিম্মি করে তার বাড়িতে লুট করেন তারই প্রাইভেটকার চালক সাজ্জাত। প্রথমে বাড়ির গ্যারেজে একটি প্রাইভেটকারের দরজা লক করে ভেতরে শাপলাকে আটকে রাখেন সাজ্জাত। পরে তার মুখে টেপ লাগিয়ে হাত ও পা রশি দিয়ে বাঁধা হয়। এ অবস্থায় শাপলার গলায় ছুরি ধরে তাকে নিয়ে ঘরে প্রবেশ করেন সাজ্জাত। পরে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আরো অনেক জিনিসপত্র নিয়ে শাপলার সন্তানদের হত্যার হুমকি দিয়ে পালিয়ে যান। পরের দিন মঙ্গলবার রাত সোয়া ৮টার দিকে সদর থানায় মামলা করেন শাপলা।
র্যাব কর্মকর্তা মীর মনির হোসেন বলেন, সাজ্জাতের অবস্থান নিশ্চিত হয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে সদর থানায় হস্তান্তর করা হয়েছে।