কাউখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

কাউখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

কাউখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
কাউখালীতে যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত


পিরোজপুর প্রতিনিধি: 

পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে। 


এ উপলক্ষ্যে আওয়ামী যুবলীগের উদ্যোগে  শনিবার বিকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা উপজেলা চত্বর থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে আওয়ামীলীগের দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। 


উপজেলা যুবলীগের আহবায়ক অধ্যক্ষ অলোক কর্মকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও আওয়ামীলীগ নেতা ইসহাক আলী খান পান্না। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ্যাডভোকেট আব্দুস শহীদ, সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান তালুকদার পল্টন, সহ-সভাপতি দেলোয়ার হোসাইন তালুকদার, কাজী মাছুদ ইকবাল, সুনীল কুন্ডু, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রশিদ মিল্টন, কৃষক লীগের সাধারণ সম্পাদক মোঃ শামীম খান, শ্রমিক লীগের সভাপতি আব্দুল মন্নান বাবুল, যুব মহিলালীগের সভাপতি শাহিদা হক, মহিলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক সংগীতা সমদ্দার, স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আজমল হোসেন সরদার, মৎস্যজীবি লীগের সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সদর ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ ছাদ্দাম হোসেন, কাউখালী সরকারী মহাবিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি রাজু তালুকদার প্রমুখ। 


অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্ব পালন করেন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ নাসির উদ্দিন তালুকদার ও মাহাফুজুর রহমান শাওন। আলোচনা সভা শেষে সকলের উপস্থিতিতে কেক কাটা হয়।




Post Top Ad

Responsive Ads Here