মঠবাড়িয়ায় দুই ফা‌র্মেসী ব্যবসায়িকে জরিমানা - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, নভেম্বর ১১, ২০২৩

মঠবাড়িয়ায় দুই ফা‌র্মেসী ব্যবসায়িকে জরিমানা

মঠবাড়িয়ায় দুই ফা‌র্মেসী ব্যবসায়িকে জরিমানা
মঠবাড়িয়ায় দুই ফা‌র্মেসী ব্যবসায়িকে জরিমানা


পিরোজপুর প্রতি‌নি‌ধি: 

পিরোজপুরের মঠবাড়িয়ার মিরুখালী বাজারে শনিবার দুপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর অভিযান চালিয়ে ২ ওষুধ ব্যাবসায়িকে ২৩ হাজার টাকা জরিমানা করেছে। 


মেয়াদোত্তির্ণ, অবৈধ এবং নিষিদ্ধ ওষুধ রাখা ও বিক্রির অভিযোগে তা‌দের জরিমানা করা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পিরোজপুর জেলা সহকারী পরিচালক দেবাশীষ রায়ের নেতৃত্বে অভিযানে পরিচালিত হয়।


জানাযায়, মিরুখালী বাজারের আপন মেডিকেল হল এবং শরীফ মে‌ডি‌কেল হ‌লে মেয়াদোত্তির্ণ, অবৈধ এবং নিষিদ্ধ ওষুধ রাখা ও বিক্রির দায়ে ১৩ ও ১০ হাজার মোট ২৩০০০ টাকা জরিমানা করা হয়েছে। 


এছাড়া মাছ বাজার থেকে বিপুল পরিমান পঁচা মাছ জব্দ করে নষ্ট করা এবং একটি রেস্টুরেন্টের অস্বাস্থ্যকর তৈল ফেলে দিয়ে তাদেরকে সতর্ক করা হয়েছে।অভিযানের সময় উপস্থিত ছিলেন, উপজেলা সেনিটারী ও নিরাপদ খাদ্য পরিদর্শক শেখ এহসান কবির। 


সহকারী পরিচালক দেবাশীষ রায় জানান, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে এ অভিযান চারান হয়েছে। ভোক্তা অধিকার সংরক্ষণে অভিযান অব্যাহত থাকবে।




Post Top Ad

Responsive Ads Here