বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নারী ইউপি চেয়ারম্যান তৃপ্তি - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

রবিবার, নভেম্বর ১২, ২০২৩

বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নারী ইউপি চেয়ারম্যান তৃপ্তি

বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নারী ইউপি চেয়ারম্যান তৃপ্তি
বগুড়া-৩ আসনে নৌকার মনোনয়ন প্রত্যাশী নারী ইউপি চেয়ারম্যান তৃপ্তি


আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : 

এলাকার উন্নয়নের স্বার্থে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৩ (আদমদীঘি-দুপচাঁচিয়া) আসন থেকে সংসদ সদস্য পদে নৌকার মনোনয়ন প্রত্যাশা করছেন আদমদীঘি উপজেলা আওয়ামীলীরে সদস্য ও সান্তাহার ইউপি চেয়ারম্যান নাহিদ সুলতানা তৃপ্তি। 


তিনি ২০০৯ সালে রাজশাহী বিভাগ থেকে ঢাকায় একামাত্র শ্রেষ্ঠ নারী আত্মকর্মী হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত থেকে জাতীয় যুব পুরস্কার পান। সর্বশেষ ২০২১ সালের ২ ডিসেম্বর তিনি নৌকার মনোনয়ন নিয়ে চার পুরুষ প্রার্থীকে পরাজিত করে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হন। 


এবার প্রথমবারের মতো একজন নারী এই আসন থেকে সংসদ সদস্য হতে নৌকার মনোনয়ন প্রত্যাশী হিসেবে ঘোষণা দেওয়ার পর থেকে তাকে নিয়ে এলাকায় বেশ আলোচনা চলছে। তৃপ্তির মতো একজন জনবান্ধব, সৎ ও যোগ্য নারী নৌকার প্রার্থী হতে মনোনয়ন চাওয়ায় আনন্দিত এলাকাবাসী ও তৃনমূলের আওয়ামীলীগ নেতা কর্মীরা। 


নাহিদ সুলতানা তৃপ্তি কালবেলাকে জানান, ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন কর্মী আমি। বিগত দিনে সকল অপশক্তির বিরুদ্ধে লড়াই করেই নৌকার প্রার্থী হয়ে ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছি। তারপর থেকে এলকার উন্নয়নে সর্বাক্ষন নিজেকে নিয়োজিত রেখেছি। 


বিগত দিনে আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আমার সাথে ছিলেন এবং এখনো রয়েছেন। মনোনয়ন প্রত্যাশী হিসেবে নিজেকে জানান তিনি এই আসনের বিভিন্ন এলাকার পাড়া মহল্লায় গেলে সাধারন মানুষ আমার সাথে দেখা করতে দলবেঁধে ছুটে আসেন। তাদের একটায় প্রত্যাশা- বিপদে আপদে, সুখে দু:খে সব সময় যেন তাদের পাশে থাকতে পারি। সাধারন মানুষের ভালোবাসায় মুগ্ধ আমি।


একারনে এলাকাবাসীর সেবা করার ইচ্ছায় আমি বগুড়া-৩ আসন থেকে এবার নৌকার মনোনয়ন প্রত্যাশা করছি। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে সুযোগ দিলে আদমদীঘি ও দুপচাঁচিয়া উপজেলাকে সমৃদ্ধ-উন্নত এলাকায় পরিণত করে আস্থার প্রতিদান দেবো। এছাড়া দল যাকেই মনোনয়ন দেবে নেত্রীর সিদ্ধান্ত মেনে তাকে বিজয়ী করার জন্য কাজ করবো ইনশাআল্লাহ্।’



Post Top Ad

Responsive Ads Here