![]() |
ফিলিস্তিনিতে নারী ও শিশু নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন |
ওবায়দুল এসলাম রবি, রাজশাহী:
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবি ও ফিলিস্তিনিতে নারী ও শিশু নির্বিচারে হত্যা বন্ধের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির রাজশাহী জেলা ও মহানগর কমিটির উদ্যোগে সকাল ১১টায় সাহেব বাজার জিরো পয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ এর সভাপতিত্ব মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও রাজশাহী -২ আসনের সংসদ সদস্য জননেতা ফজলে হোসেন বাদশা। ওই সময় তিনি বলেন, নিরীহ ফিলিস্তিনিদের উপরে ইজরাইলি বাহিনীর যে নির্মম হামলা এবং যার ফলশ্রুতিতে হাজার হাজার নারী ও শিশু হত্যা হচ্ছে এটি একটি বিশ্বের অমানবিক ঘটনা। বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নিপীড়িত ফিলিস্তিনিদের পক্ষে রয়েছে।কিন্তু যারা এতদিন ফিলিস্তিনিদের জন্য মায়া কান্না কেঁদেছে তারা আজকে নিশ্চুপ।
বিএনপি -জামাত আজকে ক্ষমতায় আসার জন্য আমেরিকার ঘাড়ে ভর করেছে।জননেতা ফজলে হোসেন বাদশা বলেন, স্বাধীন ফিলিস্তিনি রাষ্ট্রই একমাত্র সমাধান।নিরীহ ফিরিস্তিনি নারী ও শিশু হত্যা বন্ধের দাবি জানান। অন্যদের মধ্যে বক্ত রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্র কমিটির সদস্য ও জেলা সভাপতি রফিকুল ইসলাম পিয়ারুল, কেন্দ্রীয় কমিটির সদস্য ও মহানগর সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু,কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা সাধারণ সম্পাদক আশরাফুল হক তোতা, কেন্দ্র কমিটির সদস্য ও মহানগরের সম্পাদক মন্ডলী সদস্য সাদরুল ইসলাম প্রমূখ।