আদমদীঘিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে উপজেলা চেয়ারম্যানের সহায়তা |
আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি :
বগুড়ার আদমদীঘিতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ক্ষতিগ্রস্ত হওয়া পরিবারকে সহায়তা প্রদান করেছেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু।
বুধবার সন্ধ্যায় উপজেলার সান্তাহার ইউপির দমদমা গ্রামের দীঘিরপাড়ের আমজাদ ও তার ভাই দেলোয়ার হোসেনের বাড়িতে গিয়ে তিনি তাদের খোঁজ খবর নেন, ব্যক্তিগত তহবিল থেকে ১০হাজার টাকা আর্থিক সহায়তা এবং ৫টি কম্বল প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যানের সহধর্মীনি নূর-এ মদিনা, স্থানিয় ইউপি সদস্য লুৎফর রহমান নান্দু, সাবেক ইউপি সদস্য মারুফ-উল হাসান খান শিপলু, বিকাশ কুমার, আসাদুল ইসলাম, মোমিন খান ও রিপন প্রমূখ।
উপজেলা পরিষদের চেয়ারম্যান মাহমুদুর রহমান পিন্টু বলেন, তাঁরা যেন ঘর নির্মাণ করে পুনরায় বসবাস করতে পারেন এজন্য ঢেউটিন ও সমাজসেবা অফিস থেকে আরো কিছু আর্থিক সহায়তার ব্যবস্থা করার জন্য আশ্বাস প্রদান করা হয়েছে।
No comments:
Post a Comment