সদরপুরে শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জাঁকজমকপূর্ণ উদ্বোধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

সদরপুরে শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জাঁকজমকপূর্ণ উদ্বোধন

সদরপুরে শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জাঁকজমকপূর্ণ উদ্বোধন
সদরপুরে শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের জাঁকজমকপূর্ণ উদ্বোধন


সদরপুর (ফরিদপুর) সংবাদদাতা:

ফরিদপুরের সদরপুরে আধুনিক চিকিৎসা সেবার নতুন সংযোজন হিসেবে শিকদার ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।


শনিবার (২৫ অক্টোবর) দুপুর ২টায় সদরপুরের হাসপাতাল মোড়ে শিকদার টাওয়ারে অবস্থিত সেন্টারটির নিজস্ব হলরুমে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সরকারের অতিরিক্ত সচিব ও বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি)-এর চেয়ারম্যান মো. ফজলুর রহমান। তিনি আনুষ্ঠানিকভাবে কেন্দ্রটির উদ্বোধন ঘোষণা করেন।


ডায়াগনস্টিক সেন্টারটির প্রোপ্রাইটর হাজী মো. মিজানুর রহমান শিকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী পরিচালক ডা. ওমর ফয়সল, বিশেষজ্ঞ চিকিৎসক পি. কে. সরকার এবং রেজিনা সুলতানা লাইজু।


এ সময় সদরপুর উপজেলার বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তি, সাংবাদিক, চিকিৎসক, মেডিকেল রিপ্রেজেন্টেটিভসহ সমাজের বিভিন্ন শ্রেণিপেশার মানুষ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠান শেষে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় এবং আগত অতিথিদের আপ্যায়নের মাধ্যমে উদ্বোধনী পর্বের সমাপ্তি ঘটে।



Post Top Ad

Responsive Ads Here