![]() |
| আলফাডাঙ্গা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক হলেন ইস্রাফিল মোল্যা |
আলফাডাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি:
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ফরিদপুরের আলফাডাঙ্গা পৌর বিএনপির ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে। নবঘোষিত কমিটিতে দলের নিবেদিত ও ত্যাগী নেতা মো. ইস্রাফিল মোল্যাকে পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করা হয়েছে। তাঁর মতো একজন অভিজ্ঞ কর্মী গুরুত্বপূর্ণ পদে স্থান পাওয়ায় নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (২৩ অক্টোবর) রাতে আলফাডাঙ্গা পৌর বিএনপির এই পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সদস্য সচিব এ কে এম কিবরিয়া স্বপন।
নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মো. ইস্রাফিল মোল্যা আলফাডাঙ্গা বিএনপির রাজনীতিতে একনিষ্ঠ ও দুর্দিনের কাণ্ডারী হিসেবে পরিচিত। আন্দোলন–সংগ্রামের কঠিন সময়েও তিনি রাজপথে থেকে নেতৃত্ব দিয়েছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা ও নিষ্ঠার সঙ্গে একাধিক গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন।
রাজনীতিতে তাঁর যাত্রা শুরু আলফাডাঙ্গা আরিফুজ্জামান পাইলট উচ্চ বিদ্যালয় শাখা ছাত্রদলের প্রচার সম্পাদক হিসেবে। পরবর্তীতে তিনি উপজেলা ছাত্রদলের কার্যকরী সদস্য, উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সাধারণ সম্পাদক, এবং সর্বশেষ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব পালন করেন।
সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় ইস্রাফিল মোল্যা বলেন, “আলহামদুলিল্লাহ্, দীর্ঘ প্রতীক্ষার পর আলফাডাঙ্গা পৌর বিএনপির পূর্ণাঙ্গ কমিটি গঠিত হওয়ায় মহান আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্য সচিব মহোদয় আমাকে যে আস্থা ও দায়িত্ব দিয়েছেন, আমি তার মর্যাদা রক্ষা করব ইনশাআল্লাহ্।”
তিনি আরও বলেন, “আমার রক্তে মিশে আছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ। আমি সবসময় দলের প্রতিটি আন্দোলনে রাজপথে থেকেছি, ভবিষ্যতেও থাকব। নতুন কমিটির মাধ্যমে যে উদ্দীপনা তৈরি হয়েছে, তাকে কাজে লাগিয়ে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করব।”
নেতাকর্মীরা আশা প্রকাশ করেছেন, ইস্রাফিল মোল্যার মতো একজন ত্যাগী ও অভিজ্ঞ নেতার নেতৃত্বে আলফাডাঙ্গা পৌর বিএনপি আগের চেয়ে আরও সংগঠিত, গতিশীল ও কর্মীবান্ধব হয়ে উঠবে।

