বোয়ালমারীতে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২, আহত ৫ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, অক্টোবর ২৫, ২০২৫

বোয়ালমারীতে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২, আহত ৫

 

বোয়ালমারীতে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২, আহত ৫
বোয়ালমারীতে কীর্তন শেষে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় নিহত ২, আহত ৫

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি:

ফরিদপুরের বোয়ালমারীতে কীর্তন শুনে অটোভ্যানে বাড়ি ফেরার পথে ট্রাকচাপায় দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।


ঘটনাটি ঘটে শুক্রবার (২৪ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সাতৈর ইউনিয়নের কানখড়দি মাদ্রাসার সামনে মাঝকান্দি–ভাটিয়াপাড়া আঞ্চলিক মহাসড়কে।


নিহতরা হলেন—সাতৈর ইউনিয়নের সাতৈর ও শেলাহাটি এলাকার বাসিন্দা এবং সাতৈর বাজারের ব্যবসায়ী মধু সাহা (৫০) ও নারান সাহা (৫৫)। আহতরা হলেন—সঞ্জয় বণিক, নেপাল সাহা, সুজিত সাহা, টুকটুকি এবং অটোভ্যানচালক সুমন। আহতদের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে কয়েকজন একসঙ্গে কাদিরদি এলাকায় কীর্তন শুনে অটোভ্যানে করে সাতজন বাড়ি ফিরছিলেন। পথে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী ট্রাক অটোভ্যানটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই ব্যবসায়ী নিহত হন।


এ বিষয়ে সাতৈর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাফিউল আলম মিন্টু বলেন, “কীর্তন শুনে ফেরার পথে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয় এবং পাঁচজন আহত হয়েছেন।”


ঘটনার সত্যতা নিশ্চিত করে বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আল আমিন বলেন, “পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।”



Post Top Ad

Responsive Ads Here