![]() |
| যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় চালান গম নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে জাহাজ |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
যুক্তরাষ্ট্র থেকে দ্বিতীয় দফায় গম আমদানি করেছে বাংলাদেশ। সরকার টু সরকার (G to G) ভিত্তিতে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় আমদানি করা এ চালান নিয়ে ৬০ হাজার ৮০২ মেট্রিক টন গমবাহী MV SPAR ARIES নামের জাহাজটি চট্টগ্রাম বন্দরের বহিঃনোঙরে এসে পৌঁছেছে।
এর আগে এই চুক্তির প্রথম চালান হিসেবে ৫৬ হাজার ৯৫৯ মেট্রিক টন গমবাহী জাহাজ গত ২৫ অক্টোবর ২০২৫ তারিখে দেশে আসে।
চুক্তি নম্বর G to G-01 এর অধীনে বাংলাদেশ মোট ৪ লাখ ৪০ হাজার মেট্রিক টন গম যুক্তরাষ্ট্র থেকে আমদানি করবে। কৃষি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এই চুক্তি সরকারের গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
চট্টগ্রাম বন্দর সূত্রে জানা গেছে, আমদানিকৃত গমের নমুনা পরীক্ষার কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পরীক্ষার ফলাফল পাওয়ার পর দ্রুত গম খালাসের জন্য প্রয়োজনীয় প্রশাসনিক ও লজিস্টিক প্রস্তুতি নেওয়া হচ্ছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, “নির্ধারিত সময়সূচি অনুযায়ী আমদানিকৃত গম দেশের অভ্যন্তরীণ বাজারে সরবরাহ করা হবে, যাতে সাধারণ মানুষের খাদ্য নিরাপত্তা ও বাজার স্থিতিশীলতা নিশ্চিত হয়।”

