![]() |
| হাটহাজারীতে ১৯ বোতল বিদেশি মদসহ বাসচালক আটক |
মো: নাজমুল হোসেন ইমন, স্টাফ রিপোর্টার:
চট্টগ্রামের হাটহাজারীতে অভিযান চালিয়ে ১৯ বোতল বিদেশি মদসহ রেজাউল করিম (৩৫) নামে এক বাসচালককে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৭।
আটক রেজাউল করিম খাগড়াছড়ির মাটিরাঙ্গা উপজেলার বেলছড়ি এলাকার জসিম উদ্দিনের ছেলে।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, খাগড়াছড়ি থেকে যাত্রীবাহী বাসযোগে কিছু মাদক ব্যবসায়ী চট্টগ্রামের দিকে বিদেশি মদ পাচারের গোপন তথ্যের ভিত্তিতে রোববার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে হাটহাজারীর আব্বাসীয়ার পুল এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করা হয়।
চেকপোস্টে পৌঁছালে একটি বাস র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করে। পরে র্যাব সদস্যরা ধাওয়া করে বাসচালক রেজাউল করিমকে আটক করেন। তল্লাশি চালিয়ে বাসের বাম পাশের বক্সে লুকানো অবস্থায় ১৯ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।
র্যাব জানায়, আটক রেজাউল করিমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে তাকে হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে।

