১০ম গ্রেডসহ ৩ দফা দাবি ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

সোমবার, নভেম্বর ১০, ২০২৫

১০ম গ্রেডসহ ৩ দফা দাবি ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন

 

১০ম গ্রেডসহ ৩ দফা দাবি ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন
১০ম গ্রেডসহ ৩ দফা দাবি ও শিক্ষক নির্যাতনের প্রতিবাদে দোয়ারাবাজারে মানববন্ধন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি:

১০ম গ্রেডসহ ৩ দফা দাবি বাস্তবায়ন এবং আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতি, দোয়ারাবাজার উপজেলা শাখা।


সোমবার (১০ নভেম্বর) বিকেলে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ মানববন্ধনে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শতাধিক প্রাথমিক সহকারী শিক্ষক অংশগ্রহণ করেন।


বক্তারা বলেন,“সহকারী শিক্ষকদের ন্যায্য দাবি বাস্তবায়নের পরিবর্তে আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশি হামলা ন্যক্কারজনক, অমানবিক ও গণতন্ত্রবিরোধী।”তারা অবিলম্বে ঘটনার বিচার এবং ১০ম গ্রেডসহ ৩ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জোর দাবি জানান।


মানববন্ধনে বক্তব্য রাখেন—উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি ইকবাল হোসেন, সাধারণ সম্পাদক সদর উদ্দিন, শিক্ষক মনিমালা, সানজিদা ইসলাম, হাফসা আক্তার লিপা, ফারহানা ইয়াসমিন, সুলতানা রাজিয়া, সম্পা শিকদার, স্বর্ণালী দে, রুকিয়া বেগম, ফাহমিদা আক্তার, নূর মোহাম্মদ, শাহীন আলম, ফিরোজুল ইসলাম, রিপন মিয়া, জিয়াউর রহমান, দেলোয়ার হোসেন, জিয়াউর রহমান মিলন, জয়ন্ত কুমার দাস, জামিনুর রহমান, বাবলী বেগম, ফারহানা আক্তার, শেফালী বেগম, রুমেনা বেগম, সুমিতা রানী, আব্দুল কাইয়ুম প্রমুখ।


বক্তারা আরও বলেন, শিক্ষকরা দেশের ভবিষ্যৎ প্রজন্ম গড়ে তোলেন। অথচ তাদের সঙ্গে এমন আচরণ শিক্ষা ও মানবাধিকারের পরিপন্থী। দাবিগুলো বাস্তবায়ন না হলে আরও বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে বলেও তারা সতর্ক করেন।

Post Top Ad

Responsive Ads Here