![]() |
| আমতলীতে কৃষকদের সক্ষমতা বৃদ্ধিতে বিএডিসির দিনব্যাপী প্রশিক্ষণ |
আমতলী (বরগুনা) প্রতিনিধি:
বরগুনার আমতলীতে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)-এর উদ্যোগে বীজগ্রামের কৃষক দলের সক্ষমতা বৃদ্ধি ও কার্যক্রম পরিচালনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (তারিখ উল্লেখযোগ্য হলে যুক্ত করা যাবে) সকাল ১১টায় আমতলী উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত এ প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন বিএডিসি বরিশাল সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী চঞ্চল কুমার মিস্ত্রী।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ জাফর আরিফ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী রিজিয়নের নির্বাহী প্রকৌশলী জগন্নাথ বিশ্বাস, আমতলী উপজেলা কৃষি কর্মকর্তা মো. রাসেল, বরগুনা জোনের সহকারী প্রকৌশলী মো. ইয়াকুব আলী।
এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আমতলী প্রেসক্লাবের সভাপতি মো. রেজাউল করিম, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক মো. হায়াতুজ্জামান মিরাজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
প্রশিক্ষণ কার্যক্রম সঞ্চালনা করেন বিএডিসি আমতলীর উপসহকারী প্রকৌশলী সৈয়দ মোহাইমুনুল ইসলাম।
দিনব্যাপী এই প্রশিক্ষণে আমতলী উপজেলা থেকে ৩০ জন, তালতলী উপজেলা থেকে ৩০ জন এবং কলাপাড়া উপজেলা থেকে ৩০ জন কৃষক ও কৃষাণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে বীজ উৎপাদন, সংরক্ষণ, ব্যবস্থাপনা ও আধুনিক কৃষি কার্যক্রম সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।

