বোয়ালমারীতে ১৫ লাখ টাকার নকল শিশুখাদ্য ধ্বংস - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

মঙ্গলবার, জানুয়ারি ২০, ২০২৬

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার নকল শিশুখাদ্য ধ্বংস

 

বোয়ালমারীতে ১৫ লাখ টাকার নকল শিশুখাদ্য ধ্বংস
বোয়ালমারীতে ১৫ লাখ টাকার নকল শিশুখাদ্য ধ্বংস


বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি :

ফরিদপুরের বোয়ালমারীতে নকল শিশুখাদ্য উৎপাদন ও বাজারজাতের অভিযোগে যৌথ বাহিনী একটি কারখানায় অভিযান চালিয়ে প্রায় ১৫ লাখ টাকার নকল পণ্য জব্দ ও ধ্বংস করেছে। অভিযানে কারখানাটি সিলগালা করা হয়েছে এবং মালিককে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।


বিএসটিআই অনুমোদন ছাড়া ‘মেসার্স ভাই ভাই স্টোর’ নামে প্রতিষ্ঠানটি নানা প্রকারের নকল শিশুখাদ্য তৈরি ও বিক্রি করছিল। রবিবার দুপুর ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত পৌরসভার ছোলনা এলাকায় ওই কারখানা ও চারটি গুদামে সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল অভিযান পরিচালনা করে।


ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শিব্বির আহমেদ। অভিযান শেষে উদ্ধারকৃত নকল পণ্য স্টেডিয়াম মাঠ সংলগ্ন ফাঁকা জায়গায় নিয়ে ধ্বংস করা হয়।


আদালতের তথ্যে জানা যায়, ছোলনা গ্রামের হাসিবুর বিশ্বাসের দুই ছেলে রুহুল আমিন বিশ্বাস (৪০) ও বাহারুল বিশ্বাস (৩৭) অনুমোদন ছাড়া বিভিন্ন ধরনের শিশুখাদ্য উৎপাদন করতেন। এসব পণ্য রাজধানী ঢাকা, সিলেটসহ বিভিন্ন স্থানে সরবরাহ করা হতো।


তবে এসব শিশুখাদ্যে স্যাকারিন, ঘন চিনি এবং ক্ষতিকর রাসায়নিক ব্যবহার করা হচ্ছিল, যা শিশুদের জন্য মারাত্মক ক্ষতিকর।


সহকারী কমিশনার শিব্বির আহমেদ বলেন, “ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় কারখানার মালিককে জরিমানা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অবৈধ কারখানা ও পণ্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”




Post Top Ad

Responsive Ads Here