যশোর বেনাপোল সীমা‌ন্তে বিপুল পরিমান ফেনসিডিল সহ আটক ১ - সময় সংবাদ | Popular Bangla News Portal

Breaking

Post Top Ad

Responsive Ads Here

শনিবার, এপ্রিল ০৭, ২০১৮

যশোর বেনাপোল সীমা‌ন্তে বিপুল পরিমান ফেনসিডিল সহ আটক ১

 বেনাপোল থেকেঃ

যশোর বেনা‌পোল সীমান্ত থে‌কে ( ৩৯৫) বোতল ফেন‌সি‌ডিলসহ নূর উদ্দিন (৪৫) না‌মে একজন‌ মাদক ব্যবসায়ীকে আটক ক‌রে‌ছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
শ‌নিবার সকা‌লে বেনাপোল সীমা‌ন্তের শিকড়ি বালুর মাঠ এলাকা থেকে তা‌কে আটক ক‌রে বি‌জি‌বি সদস্যরা।
আটক নূর উদ্দিন (৪৫) বেনা‌পোল পোর্ট থানাধীন মহিশাডাঙ্গা গ্রামের গোলাম হোসেন মণ্ডলের ছেলে।
(৪৯ বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আরিফুল হক জানান, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে জানা যায়, বিপুল প‌রিমান ফেন‌সি‌ডি‌লের এক‌টি চালান এক মাদক ব্যবসায়ী বেনা‌পোল বাজা‌রের দি‌কে যা‌চ্ছে।
এ সময় নূর উদ্দিন বাইসাইকেল চালিয়ে ভারত থেকে একটি ব্যাগ নিয়ে আসছিলেন। প‌রে তা‌কে আটক ক‌রে উক্ত ব্যা‌গে (৩৯৫ )বোতল ফেনসিডিল পাওয়া যায়।
আটক নূর উদ্দিনকে ফেনসিডিল ও বাইসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে তিনি জানা

Post Top Ad

Responsive Ads Here