আবু মুসা নাটোর প্রতিনিধি.
নাটোরে শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষ্যে নাটোর শহরের চারটি মন্দির থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শনিবার বিকেল সাড়ে ৩টায় জয়কালী বাড়ী মন্দির কমিটির উদ্যোগে অর্ধবঙ্গেশ্বরী রাণী ভবাণীর রাজবাড়ী চত্বরে রথ যাত্রার উদ্বোধন করেন নাটোর পৌর মেয়র ও পূজা উদযাপন পরিষদের সভাপতি উমা চৌধুরী জলি। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পুলিশ সুপার বিপ্লব বিজয় তালুকদার সহ জয়কালী বাড়ী মন্দির কমিটির নেতৃবৃন্দ। অপরদিকে জয় প্রকাশ আগরওয়ালার উদ্যোগে লালবাজারস্থ শ্রী শ্রী মদন গোপাল মন্দির থেকে, ইস্কন মন্দির থেকে ও বড়গাছার পালপাড়া মন্দির থেকে রথ সহ আরো তিনটি শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাগুলো শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। ৭ দিন পর উল্টো রথে জগন্নাথদেব ফিরে যাবেন নিজ নিজ মন্দিরে। এছাড়াও নাটোরের বিভিন্ন উপজেলার রথযাত্রা সম্পন্ন হয়েছে।

