নাজমুল হাসান নিরব,ফরিদপুর চরভদ্রাসন থেকে-
ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় শুক্রবার বিকাল ৪টার দিকে আওয়ামীলীগ অফিস প্রাঙ্গনে এক বিশেষ বর্ধিত সভার আয়োজন করা হয়।উক্ত সভয় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলেিগর প্রেসিডিয়াম সদস্য জনাব কাজী জাফরউল্লাহ্,বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন জেলা অতিরিক্ত পুলিশ সুপার জনাব আতিক,আরো উপস্থিত ছিলেন নদী গবেষনা ইনস্টিটিউটের কর্মকর্তাগন।উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি জনাব আজাদ খানের সভাপতিত্বে উক্ত সভায় পদ্মা ভাঙন কবলিত মোট ২৬ জনকে নগত এক হাজার করে টাকা ও দশ কেজি করে চাল দেওয়া হয়।এ সময় প্রধান অতিথি পদ্মা ভাঙন এলাকা,বালিয়া ডাংগী(মুসলিম),ফাজিলখার ডাংগী এলাকায় দ্রæত জিও ব্যাগ ফেলার আশ্বাস দেন।এ সময় আরো উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক হাফেজ কাউছার সহ স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।

