আবু মুসা বড়াইগ্রাম প্রতিনিধি।
ঢাকায় বাস চাপায় দুই শিক্ষার্থী নিহত হওয়ার প্রতিবাদেও ৯ দফা বাস্তবায়নের দাবিতে নাটোরে ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের মাদ্রাসা মোড়ে অবস্থান নিয়েছে। এসময় ছাত্র-পুলিশ মুখোমুখি অবস্থান নিলে উত্তেজনা দেখা দেয়।শনিবার (৪ আগস্ট) সকালে মাদ্রাসা মোড়ে আন্দোলনকারীরা যানবাহনের লাইসেন্স পরীক্ষা করেন। এসময় পুলিশ বাধা দিলে উত্তেজনা দেখা দেয়।এদিকে নিরাপদ সড়ক চাই দাবিতে সিংড়ায় শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। এর আগে গত বৃহস্পতিবার সকালে নাটোর এনএস সরকারী কলেজ, রাণী ভবানী সরকারি মহিলা কলেজ ও নাটোর সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ বিক্ষোভ মিছিলে অংশ নেয়।সকাল ১১টার দিকে ওই তিনটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিরাপদ সড়ক দাবি করে মিছিল বের করে।