নাটোরের লালপুরে র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত ! - সময় সংবাদ | Popular Bangla News Portal

শিরোনাম

Tuesday, August 28, 2018

নাটোরের লালপুরে র‌্যাবের সাথে কথিত বন্দুক যুদ্ধে মাদক ব্যবসায়ী নিহত !


আবু মুসা, বড়াইগ্রাম প্রতিনিধি:নাটোরের লালপুরে র‌্যাবের সাথে বন্দুক যুদ্ধে মেহের আলী নামে এক মাদক ব্যবসায়ী নিহত
র‌্যাব-৫ এর সাথে একদল মাদক ব্যবসায়ীর সাথে গুলি বিনিময় কালে মেহের আলী (৩৫) নামে শীর্ষ সন্তাসী গুলিবিদ্ধ হয়ে লালপুর হাসপাতালে নিহত।
তার বিরুদ্ধে খুন ডাকাতি ও মাদকের মোট ১৪ টি মামলা আছে, এবং বিপুল পরিমান মাদক,অস্ত ও গুলি উদ্ধার।


র‌্যাব-৫ নাটোর ক্যাম্পের স্কোয়ার্ড কমান্ডার আজমল হোসেন জানান,র‌্যাবের একটি টহল দল গত রাত ২টার দিকে জেলার লালপুর থানার চামটিয়া এলাকায় টহল কালে একদল লোকদের আনাগোনা করতে দেখে সেদিকে অগ্রসর হলে তারা পালিয়ে যেতে থাকে।র‌্যাব সদস্যরা তাদের থামতে বললে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি চালায়। র‌্যাবও পাল্টা গুলি চালায়।কিছুক্ষণ গুলি বিনিময়ের পর সেখানে গুলিবিদ্ধ একজনকে পড়ে থাকতে দেখে।পরে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপেক্স নিলে চিকিৎসক মৃত ঘোষনা করে। নিহত মেহের আলী লালপুর উপজেলার ভাদুর বটতলা গ্রামের মসলেমউদ্দিনরে ছেলে ,সে এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী এবং তার বিরুদ্ধে থানায় ১৪টা মাদক ও হত্যা মামলা রয়েছে বলে জানায় র‌্যাব।

No comments: